সরকারকে ৪০ দেশের অভিনন্দন

Home Page » আজকের সকল পত্রিকা » সরকারকে ৪০ দেশের অভিনন্দন
শুক্রবার, ২১ মার্চ ২০১৪



parlament.jpgরাসেদুল হাসান লিটন(বঙ্গ-নিউজ)ঃ বিরোধী দলবিহীন বাংলাদেশের সাধারণ নির্বাচন নিয়ে অনেক রাষ্ট্রের হতাশা প্রকাশের মধ্যে সরকার গঠনের পর এই পর্যন্ত ৪০টি দেশের অভিনন্দন বার্তা পেয়েছেন শেখ হাসিনা।৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গঠিত নতুন সরকারকে অভিনন্দন জানানো দেশের যে তালিকা বৃহস্পতিবার সংসদে দেয়া হয়েছে, তাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাম নেই।

বাংলাদেশের গত সাধারণ নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করে সব দলের অংশগ্রহণে পরবর্তী নির্বাচনের প্রত্যাশা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই দুই স্থায়ী সদস্য রাষ্ট্র।

ভারতসহ সার্কভুক্ত অন্য সব দেশ নতুন সরকারকে অভিনন্দন জানালেও এক্ষেত্রে নীরব রয়েছে পাকিস্তান। তবে দক্ষিণ এশিয়ার দেশটির পুরনো মিত্র এবং এখনকার প্রভাবশালী দেশ চীনের অভিনন্দন পেয়েছে হাসিনা সরকার।

পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশকে সহযোগিতাকারী রাশিয়ার পাশাপাশি সমাজতান্ত্রিক রাষ্ট্র কিউবা ও উত্তর কোরিয়ার সমর্থন পেয়েছে বর্তমান সরকার, যার শরিকদের মধ্যে কয়েকটি কমিউনিস্ট পার্টি রয়েছে।

বিএনপি ও তার মিত্রদের বর্জনের মধ্যে জানুয়ারিতে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা দ্বিতীয় বারের মতো সরকার গঠন করেন হাসিনা।

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপিকে নিয়ে ওই নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের পাশাপাশি জাতিসংঘেরও তৎপরতা ছিল।

সংসদে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তালিকা উপস্থাপনের পর সরকারদলীয় সদস্য এ কে এম শাহজাহান কামাল প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের কোনো উদ্যোগ নেয়া হবে কি না?

উত্তরে মন্ত্রী বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে নবনির্বাচিত সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।”

সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে আসছেন, বিএনপি সংসদ থেকে ছিটকে পড়ে এখন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে।

এর জবাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তারা নন, বরং বিদেশিদের কাছে ধরনা দিয়ে ‘অবৈধ সরকারের’ স্বীকৃতি আদায় করতে সচেষ্ট আওয়ামী লীগ।

স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী অভিনন্দন জানানো দেশ ও সংস্থার তালিকা তুলে ধরেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ৪০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের পাশাপাশি ১১টি আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার প্রধান অভিনন্দন জানিয়েছেন নতুন সরকারকে।

অভিনন্দন জানানো মুসলিমপ্রধান দেশগুলো হচ্ছে ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, মিশর, লিবিয়া, ফিলিস্তিন, কুয়েত, জর্ডান, মরক্কো, সুদান, আলজেরিয়া, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান।

দক্ষিণ-পূর্ব এশিয়ার মিয়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুরের পাশাপাশি ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, ফিলিপিন্সের অভিনন্দন পেয়েছে হাসিনা সরকার।

এছাড়া বেলারুশ, উত্তর কোরিয়া,কেনিয়া, আর্মেনিয়া, সেসেলস, সার্বিয়া, উগান্ডা, জর্জিয়া ও আজারবাইজানের রাষ্ট্র বা সরকার প্রধানরা অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

মাহমুদ আলী বলেন, বাংলাদেশের সঙ্গে যে সব রাষ্ট্রের কূটনীতিক সম্পর্ক রয়েছে, এমন সব দেশের অভিনন্দন বার্তা আসাটা বাস্তবসম্মত নয়।

“পৃথিবীর যেসব দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আছে, তাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক অব্যাহত আছে এবং থাকবে।”

মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের সরকার বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের ধারাকে সচল রাখতে একযোগে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

বাংলাদেশ সময়: ১৩:০৩:৪২   ৩৭৩ বার পঠিত  




আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ