প্রায় ১ হাজার ৫০০ জন জীবিত উদ্ধার

Home Page » জাতীয় » প্রায় ১ হাজার ৫০০ জন জীবিত উদ্ধার
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৩



9g-m-muzibur-bg20130425014817.jpgবঙ্গ-নিউজ ডটকম :সাভারে বহুতল ভবন রানা প্লাজার ধ্বংসাবশেষ থেকে জীবিতদের হাত-পা কেটে বের করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোট এক হাজার পাঁচশ’ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃত উদ্ধার করা হয়েছে ১৭৫টি। বুধবার সকালে ভবন ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীর ১০টি ইউনিট। উদ্ধার কার্যক্রমে অংশ নেয় সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব সদস্য। এদের পাশাপাশি কাজ করছেন রেড ক্রিসেন্টের কর্মীরা। তবে উদ্ধার কাজে সক্রিয়ভাবে কাজ করছেন গার্মেন্টেসের আটকে পড়াদের সহকর্মী ও স্থানীয়রা। তারা ভবনের ভেতরে ছোট সুড়ঙ্গ দিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছে। উদ্ধার করছে মৃতদেরও। বেঁচে যাওয়া শ্রমিকরা জানিয়েছেন, তাদের জোর করে পোশাক কারখানায় আনা হয়েছিল। তারা ভবনের ভেতরে প্রথমে ঢুকতে চাননি। কারণ আগের দিনই ভবনটির পিলার ধসের ঘটনা ঘটে। ভবনধসের পরপরই স্থানীয় এলাকাবাসী ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। এদিকে বৃহস্পতিবার উদ্ধারকারী সদস্য আমির হোসেন বঙ্গ-নিউজকে বলেন, “ভিতরে অনেক মৃতদেহ আটকে আছে। সেগুলো থেকে পচা গন্ধ বের হচ্ছে। অক্সিজেন ও আলোর অভাবে আমরা সেখানে যেতে পারছি না। ঠিকমতো চালাতে পারছি না উদ্ধার কাজ।”ভবন ধসে ব্যাপক হতাহতের ঘটনায় বৃহস্পতিবার সারাদেশে জাতীয় শোক পালন করা হচ্ছে। নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে এবং বিদেশের বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ দোয়া ও প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। তবে ছুটি ঘোষণা করা হয়নি। ফলে অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী জাতীয় শোক পালনের এ ঘোষণা দেন। এদিকে এ ধসের ঘটনায় ভবন মালিক ও ভবনটিতে অবস্থিত গার্মেন্টস কারখানার মালিকদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার, ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন নাজিম আহমেদ নামের একজন সাংবাদিক। তার পক্ষে রিট আবেদনটি জমা দেন সুপ্রীম কোটের আইনজীবী ড. ইউনূস আলী আকন্দ।

বাংলাদেশ সময়: ১৪:৫০:৩৮   ৪৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ