নাসিমঃডাক্তারদের জন্য নতুন আইন

Home Page » আজকের সকল পত্রিকা » নাসিমঃডাক্তারদের জন্য নতুন আইন
রবিবার, ১৬ মার্চ ২০১৪



1394970576.jpgবঙ্গ-নিউজডটকমঃডাক্তারদের জন্য তৈরি হচ্ছে নতুন সুরক্ষা আইন। ডাক্তাররা কোনো ফেরেশতা নয়, তাদের ভুল হতেই পারে। এ কারণে ডাক্তারদের মারধর, প্রতিষ্ঠান ভাঙচুর করা যাবে না। ডাক্তারদের ভুল হলে এখন থেকে নতুন আইন প্রয়োগ করা হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নাসিম। গতকাল রোববার বেলা ১২টায় বিশ্ব লবণ সচেতনতা সপ্তাহ উপলক্ষে হাইপার টেনশন কমিটি অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত এক গণমুখী সেমিনারে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ডাক্তারদের যদি ভুল হয় তাহলে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) অভিযোগ করতে হবে। বিএমডিসি যদি ওই ডাক্তারের কোনো ত্র”টি পায় তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা অথবা চিকিৎসা সনদ বাতিল পর্যন্ত করতে পারবে। এ জন্য ভুল হলে হাতকড়া পরিয়ে জেলহাজতে মারধর করা যাবে না।
নাসিম বলেন, সরকারিভাবে দেশের প্রতি ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছানো সম্ভব নয়। তাই বেসরকারিভাবে সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এগিয়ে আসতে হবে। স্বাস্থমন্ত্রী আরো বলেন, দেশের মানুষ আধুনিকতার কারণে অসুস্থ হয়ে পড়ছে। কারণ হোটেল, রেস্তরাঁ ও ক্যাফে চাইনিজ, ফাস্টফুড ও কাবাবসহ আধুনিক সব খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ডা. সোহেল রেজা। তিনি বলেন, বিশ্ব সংস্থার মধ্যে প্রাপ্তবয়স্কদের জন্য দিনে ৫ গ্রাম লবণ গ্রহণ করা উচিত। কিন্তু বেশিরভাগ মানুষই ১০.৩ গ্রাম লবণ গ্রহণ করছে। যা স্বাভাবিকের চেয়েও দ্বিগুণ। অতিরিক্ত লবণ গ্রহণের কারণে উচ্চরক্তচাপ নীরব ঘাতক ব্যাধি হিসেবে বিস্তার লাভ করছে। হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগ, পক্ষাঘাত ও অন্ধত্বসহ নানবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে।
তিনি আরো বলেন, লবণ যে কত ক্ষতিকর তা চিন্তাই করা যায় না। সবাইকে বাড়তি লবণ খাওয়া থেকে বিরত থাকতে হবে। উন্নত রাষ্ট্রের লোকেরা লবণ খুব কম খায়। এ কারণে শতকরা ৮০ ভাগ লোকের উচ্চরক্তচাপ থাকে না।
হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন- হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আর কে খন্দকার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো.নুরুল হক এবং এমপি হাবিবে মিল্লাত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:০৬:৩৫   ৪০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ