রংপুরের পথে রওয়ানা হল সজিব ওয়াজেদ জয়।

Home Page » আজকের সকল পত্রিকা » রংপুরের পথে রওয়ানা হল সজিব ওয়াজেদ জয়।
রবিবার, ১৬ মার্চ ২০১৪



joy_bg_550906585.jpgবঙ্গ-নিউজ ডটকমঃরোববার বেলা  ১১টা ৩২মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ারওয়েজের একটি বিমানযোগে রংপুরের উদ্দেশে রওয়ানা হন সজিব ওয়াজেদ জয়।
জয়ের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন ও বর্তমান সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

এর আগে ১১টা ১৮ মিনিটে বিমানবন্দরে পৌঁছান জয়। ১১টা ২১ মিনিটে বিমানে আসন নেন তিনি।

১১টা ৩২ মিনিটে রংপুরের উদ্দেশে উড়াল দেওয়া বিমানটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবে। সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ থেকে অবতরণের পর রংপুরের উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রীপুত্র।

বিকেলে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় জিলা স্কুল মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জয়। এরপর রংপুর ও পীরগঞ্জের নেতাকর্মীদের সঙ্গে মিলিত হবেন তিনি।

এদিকে, জয়ের দুই দিনের রংপুর সফর উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে নগরী। নগরের গুরত্বপূর্ণ এলাকা আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে।

জেলার মহাসড়ক ও আঞ্চলিক সড়ক ছাড়াও নগর জুড়ে নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ।

জিলা স্কুল মাঠে আয়োজিত তার জনসভায় রাজনীতির নয়া সমীকরণ ঘোষণা করতে পারেন বলে আওয়ামী লীগ নেতারা আভাস দিয়েছেন।

রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু বাংলানিউজকে বলেন, জয় দু‘দিনের সফরে রোববার রংপুরে আসছেন। এদিন বিকেলে তিনি আওয়ামী লীগ আয়োজিত রংপুর জিলা স্কুল মাঠের জনসভায় বক্তব্য রাখবেন। তার জনসভাকে সফল করতে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দিন রাত কাজ করে যাচ্ছেন।

জয়ের সমাবেশকে ঘিরে নগরীর বিভিন্ন এলাকায় চলছে মিছিল-মিটিং-সমাবেশ। মতবিনিময় করা হচ্ছে নগরীর ৩৩টি ওয়ার্ড কমিটি ও ইউনিয়ন ও উপজেলা কমিটির সঙ্গে। যাতে জনসভাস্থলে বিপুল সংখ্যক লোক সমাগম করানো যায়।

তিনি বলেন, জয়ের আগমনে রংপুরের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের মাঝে উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে। তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যায়ের নেতারা সকলে মিলে এক সঙ্গে কাজ করছে। যাতে রংপুর জিলা স্কুলের মাঠ জনসমুদ্রে পরিণত হবে। রংপুর ছাড়াও এই বিভাগের ৮ জেলা থেকে মানুষ আসবে জয়ের ভাষণ শুনতে ।

বিকেলে জনসভা শেষে জয় তার দাদাবাড়ি রংপুরের পীরগঞ্জের লালদিঘী ফতেহপুর গ্রামের উদ্দেশে রওনা হবেন। সেখানে বাবা ড. এমএ ওয়াজেদ মিয়াসহ দাদা-দাদি ও পরিবারের অন্য সদস্যদের কবর জিয়ারত করবেন।

পীরগঞ্জে রাতযাপন শেষে সোমবারই ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন তিনি।

জয় রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ লাভ করেন ২০১০ সালের ১০ ফেব্রয়ারি। গত বছরের ৩১ জুলাই রংপুরের পীরগঞ্জে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রথম রাজনৈতিক বক্তব্য রাখেন সজীব ওয়াজেদ জয়। এরপর তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পীরগঞ্জে আসেন এবং বক্তব্য রাখেন। পরবর্তী সময়ে দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী মা শেখ হাসিনার জন্য ভোট চাইতে আসেন পীরগঞ্জে।

বাংলাদেশ সময়: ১৩:০৮:৫৩   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ