মজিনারসঙ্গে বাংলাদেশিদেররহস্যজনক বৈঠক!

Home Page » জাতীয় » মজিনারসঙ্গে বাংলাদেশিদেররহস্যজনক বৈঠক!
রবিবার, ১৬ মার্চ ২০১৪



image_28557_0.jpgবঙ্গ-নিউজডটকমঃঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা শনিবার নিউইয়র্কে বাসরত বাংলাদেশি প্রবাসী, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের ‘বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি’ নিয়ে বৈঠক করবেন। বৈঠকে বিশেষ করে আলোচনা হবে গত ৫ জানুয়ারির ‘একতরফা’ জাতীয় সংসদ নির্বাচন, এর মধ্য দিয়ে গঠিত সরকার আর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইস্যু।
বৈঠকে মার্কিন কংগ্রেসের প্রভাবশালী দুই সদস্যও উপস্থিত থাকবেন। তারা হলেন- কংগ্রেসে বাংলাদেশ ককাসের অন্যতম প্রতিষ্ঠাতা জোসেফ ক্রাউলি আর নিউইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য গ্রেস ম্যাংগ। কুইন্সের এলমাহার্স্ট টাউন হলে আজকের বৈঠকের আয়োজন হবে। ঢাকার মার্কিন দূতাবাস সূত্র এসব তথ্য জানায় প্রিয় দেশ ডটনেটকে।
অন্যদিকে কংগ্রেসের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য গ্রেস ম্যাংগের দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ এখন একটি চ্যালেঞ্জের সময় অতিক্রম করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বৈদেশিক সম্পর্কসহ অন্যান্য বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা হবে।’
রাজনীতির বিশ্লেষকরা বলছেন, ‘বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মজিনার বৈঠকটি রহস্যজনক। এর আগে ঢাকায় নিযুক্ত কোনো দেশের রাষ্ট্রদূত নিজের দেশে গিয়ে বাংলাদেশিদের নিয়ে এরকম বৈঠক করেননি। এ ধরণের বৈঠক কূটনৈতিক শিষ্টাচারের আওতায় পড়ে না।’
কারো কারো মতে, ‘গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্রের সমর্থন ছিলো না। যদিও ওই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। তবু যুক্তরাষ্ট্রকে আস্থায় নেয়া যাচ্ছে না। মজিনার বৈঠকটি নিয়ে রহস্যের জন্ম হচ্ছে।’
অনেকের মতে, ‘বিতর্কিত টিকফা ইস্যু বাস্তবায়ন করিয়ে নিতে আওয়ামী লীগের সরকারকে নানাভাবে চাপে রাখতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে দেশটির রাষ্ট্রদূত মজিনা নানা কৌশল করছেন।’
কূটনৈতিক পাড়ার অনেকে মনে করছেন, ‘মজিনার এবারের সফর রহস্যময়। গত জানুয়ারি মাসের মাঝামাঝিও তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। ৫ জানুয়ারির নির্বাচনের পর তার ঘন ঘন যুক্তরাষ্ট্র সফর বিভিন্ন প্রশ্নের জন্ম দিচ্ছে। বাংলাদেশ নিয়ে মার্কিন দূতাবাসের বিভিন্ন তথ্য এর আগে উইকিলিকসের মাধ্যমে ফাঁস হয়ে যাওয়ায় এবার গুরুত্বপূর্ণ বিষয়গুলো মজিনা সশরীরে ওয়াশিংটনে গিয়ে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। কিছুদিন ধরে অবশ্য এই পরিকল্পনা নেয়া হয়েছে।’
দূতাবাস সূত্র জানায়, ‘রাষ্ট্রদূত ড্যান মজিনা, কংগ্রেস সদস্য, বাংলাদেশি প্রবাসীদের নিয়ে আজ নিউইয়র্কে অনুষ্ঠিতব্য বৈঠক শেষে মতবিনিময় সভা হবে। সভায় প্রশ্নোত্তর পর্ব সবার জন্য উন্মুক্ত থাকবে। মজিনা এই বৈঠক ছাড়াও আগামীকাল রোববার যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন।’
ঢাকার মার্কিন দূতাবাসের সূত্রমতে, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মিশন প্রধানদের বৈশ্বিক সম্মেলনে যোগ দিতে ড্যান মজিনা গত ৫ মার্চ যুক্তরাষ্ট্রে গেছেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন দফতর, কংগ্রেস, ওয়াশিংটন ডিসিতে সুশীল সমাজের সঙ্গে আলোচনায় অংশ নেবেন।’
উল্লেখ্য, এর আগে মজিনা গত ১৬ জানুয়ারি থেকে ৩ ফেব্র”য়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রে ছিলেন। তখন ঢাকায় ফেরার আগে তিনি যুক্তরাষ্ট্র প্যাসিফিক কমান্ডের সঙ্গে পরামর্শের জন্য হাওয়াই যান। সেখানে আলোচনায় যুক্তরাষ্ট্র, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে সহযোগিতা, সংশ্লিষ্টতা আর আঞ্চলিক নিরাপত্তার বিষয় উঠে আসে।

বাংলাদেশ সময়: ১২:০২:৫০   ৯৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ