হিজলায় নির্বাচন কর্মকর্তাকে মারলেন ওসি

Home Page » জাতীয় » হিজলায় নির্বাচন কর্মকর্তাকে মারলেন ওসি
শনিবার, ১৫ মার্চ ২০১৪



কাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ upzila_election_793085571.jpgবরিশালের হিজলা উপজেলায় ইসির নিজস্ব কর্মকর্তাকে শারিরিক ভাবে লাঞ্ছিত করেছেন অফিসার ইনচার্জ(ওসি)। নির্বাচনে কমিশন (ইসি) এ ঘটনার লিখিত অভিযোগ জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।লিখিত অভিযোগপত্রে রিটার্নিং কর্মকর্তা জানান সহকারী রিটার্নিং কর্মকর্তাকে মারধর করেছেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ। তৃতীয় দফা ভোট চলাকালে হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যবেক্ষণকালে এ ঘটনা ঘটে।

অসদাচরণের এ অভিযোগ লিখিতভাবে নির্বাচন কমিশনে জানিয়েছেন বরিশালের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার।

বেলা ২টায় ইসি সচিব বরাবর এক প্রতিবদনে রিটার্নিং কর্মকর্তা জানান, বাকেরগঞ্জ থানার ওসি হিজলা উপজেলা নির্বাচনে কর্মরত রয়েছে। পুলিশের এ কর্মকর্তা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামের ওপর অসদাচরণ করে ও মারধরসহ শারীরিকভাবে আঘাত করেন।

‘শুধু তাই নয়, এ সহকারী রিটার্নিং কর্মকর্তাকে ২৪ নম্বর হিজলা সরকারী প্রা. বি. কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের সময় বের করে দেন ওসি।’

রিটার্নিং কর্মকর্তা জানান, এসময় সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস সহায়ক হিরণ বেপারীও শারীরিকভাবে নির‌্যাতনের শিকার হতে হয়। তাদেরকে জনসম্মুখে অপদস্ত করা হয় ও কের থেকে বের করে দেওয়া হয়।

এ বিষয়ে বরিশালের পুলিশ সুপারকে অবহিত করার পরই ওসিকে কেন্দ্র থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিককে ঘটনাস্থ পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশও দেন পুলিশ সুপার।

ইসির নিজস্ব কর্মকর্তা ভোটের সময় ওসির হাতে লাঞ্চিত হওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি সচিবের কাছে আবেদন করেছেন।

অভিযোগের বিষয়ে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত আনুষ্ঠানিক কিছু জানায় নি।

ইসি কর্মকর্তারা জানান, কমিশনে বিষয়টি উপস্থাপনের পর করণীয় নির্ধারণ করা হবে।

শনিবার দেশের ৪১ জেলার ৮১ উপজেলায় সংঘর্ষ, সহিংসতা, ব্যালটে আগুন, নাশকতায় ভোট শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৭:২৪:২২   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ