পৃথিবী থেকেই মহাকাশের জঞ্জাল পরিষ্কার!

Home Page » এক্সক্লুসিভ » পৃথিবী থেকেই মহাকাশের জঞ্জাল পরিষ্কার!
শনিবার, ১৫ মার্চ ২০১৪



image_62079space.jpgবঙ্গ-নিউজঃ   মহাকাশে অনেকদিন থেকেই ময়লা জমছে। কখনো সেগুলো পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এতো জঞ্জাল জমে গেছে যে, বিজ্ঞানীরা তা নিয়ে এখন চিন্তিত হয়ে পড়েছেন। চিন্তার কিন্তু অনেকগুলো কারণও আছে।
চিন্তার কারণ হলো- ময়লার মধ্যে স্ক্রু, বল্টু থেকে শুরু করে রয়েছে রকেটের ভেঙে যাওয়া বড় বড় টুকরা রয়েছে। বিজ্ঞানীদের হিসেবে সংখ্যাটা হবে প্রায় তিন লক্ষ। আর কক্ষপথে সেগুলো ঘুরে বেড়াচ্ছে দ্রুতগতিতে। ফলে মহাকাশে থেকে স্যাটেলাইটগুলোর সঙ্গে ওই জঞ্জালগুলোর যেকোনো সময় সংঘর্ষ বাধার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। আর সে কারণেই যতো দ্রুত সম্ভব আবর্জনা পরিষ্কারের দাবি উঠেছে।
জার্মান বিজ্ঞানীরা মহাকাশের ময়লা সরাতে লেজার রশ্মিকে কাজে লাগানোর চেষ্টা করছেন। একই বিষয়ে গবেষণা করছেন অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী।
অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির ‘রিসার্চ স্কুল অফ অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স’ এর পরিচালক ম্যাথু কোলেস মনে করছেন, আগামী ১০ বছরের মধ্যে লেজার রশ্মি দিয়ে মহাকাশের আবর্জনা পরিষ্কার সম্ভব হতে পারে।
তিনি বলেন, এটা সম্ভব হওয়া গুরুত্বপূর্ণ, কেননা তা না হলে আগামী কয়েক দশকের মধ্যেই ময়লার সঙ্গে স্যাটেলাইটের সংঘর্ষ লাগার ঘটনা ঘটা শুরু হবে।
ইতিমধ্যে মার্কিন মহাকাশ সংস্থা নাসার সঙ্গে চুক্তি করেছে অস্ট্রেলিয়া। এর আওতায় ‘মাউন্ট স্ট্রমলো অবজারভেটরি’-তে ইনফ্রা-রেড লেজার সম্বলিত টেলিস্কোপ দিয়ে আবর্জনার অবস্থান নির্ধারণের কাজ চলছে।
এ ছাড়া বিজ্ঞানী দল অস্ট্রেলিয়া সরকার থেকে ২০ মিলিয়ন ডলার এবং ব্যক্তিগত বিনিয়োগ থেকে আরো ৪০ মিলিয়ন ডলার পাচ্ছে। এই অর্থ দিয়ে লেজারের ক্ষমতা বাড়ানোর গবেষণা করা হবে যেন সেই লেজার দিয়ে মহাকাশের আবর্জনা শনাক্ত করে সেগুলো পুড়িয়ে ফেলা যায়।
কিন্তু জঞ্জাল সরাতে গিয়ে এই লেজার কি স্যাটেলাইটকে আক্রমণ করে ফেলতে পারে না? এমন আশঙ্কার উত্তরে কোলেস বলেন, চালু স্যাটেলাইটে আঘাত করার কোনো ঝুঁকি নেই। আমরা ময়লাকে নিখুঁতভাবে চিহ্নিত করতে পারি। সূত্র : ডয়চে ভেলে

বাংলাদেশ সময়: ১৬:১৫:৪৩   ৪২০ বার পঠিত  




এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ