চাঁদপুরে পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত, সংঘর্ষে ১০ জন আহত

Home Page » জাতীয় » চাঁদপুরে পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত, সংঘর্ষে ১০ জন আহত
শনিবার, ১৫ মার্চ ২০১৪



upzila_election_149919581.jpg(খোকন)-বঙ্গ-নিউজ ডটকম: চাঁদপুরের হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার ১৭২টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে উভয় উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুই উপজেলার পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টায় কচুয়ার শীলাস্থান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দু’পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন (৩০) কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর সেখানে ভোটগ্রহণ বন্ধ করে দেয় প্রশাসন। এ ছাড়া উপজেলার হাজীগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে সকাল ১০টায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

অপরদিকে, কচুয়ার পাথৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতা্ইয়ের অভিযোগে এবং পেগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোলযোগের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। অন্যদিকে, হাজিগঞ্জের পূর্ব ও পশ্চিম রাজাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

অন্য কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, ভোটগ্রহণ স্থগিত থাকলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা বিভিন্ন কেন্দ্রে সর্তক অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৩৮:১৭   ৩৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ