পুরান ঢাকায় ১২ লাখ টাকা ছিনতাই দেড় ঘণ্টার ব্যবধানে

Home Page » প্রথমপাতা » পুরান ঢাকায় ১২ লাখ টাকা ছিনতাই দেড় ঘণ্টার ব্যবধানে
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০১৪



বঙ্গ-নিউজঃ পুরান ঢাকার তাঁতীবাজার ও হোসেনি দালান এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে দেড় ঘণ্টার ব্যবধানে গুলি ও ছুরিকাঘাত করে তিন দোকান কর্মচারীর কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।গুরুতর আহত দোকান কর্মচারী রাজিব হোসেন (২৪), সুমন চন্দ্র দাস (৩৫) ও শফিকুল ইসলামকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজিব ও সুমন বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের একটি জুয়েলার্সের এবং শফিকুল নিমতলীর একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বেলা দেড়টার দিকে বায়তুল মোকাররম মার্কেটের জুয়েলার্সের কর্মচারী রাজীব ও সুমন ১০ লাখ টাকা হাতব্যাগে নিয়ে পুরান ঢাকার তাঁতীবাজারের সোনার দোকানে যান। তারা রিকশায় করে তাঁতীবাজার মোড়ে গিয়ে নামেন। সেখানে থেকে হেঁটে সোনার দোকানে যাওয়ার সময় পাঁচজন ছিনতাইকারী তাঁদের পথরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাদের দুজনকে পেছন থেকে গুলি করে টাকাভর্তি হাতব্যাগ নিয়ে পালিয়ে যায়।

হাসপাতালে চিকিত্সাধীন রাজীব ও সুমন জানান, কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা অতর্কিতে বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। ছিনতাইকারীরা ব্যস্ততম সড়কে তাঁদের দুজনকে গুলি করে টাকাভর্তি হাতব্যাগ নিয়ে অস্ত্র উঁচিয়ে আদালতের দিকে চলে যায়। তারা চিত্কার করলেও অস্ত্রের ভয়ে কেউ কাছে যেতে সাহস পাননি।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. ফিরোজ হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করা যায়নি।

দুপুর ১২টার দিকে হোসেনি দালানের কাছে ছিনতাইকারীরা আরেক দোকান কর্মচারী শফিকুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে দুই লাখ ছিনিয়ে নেয়। শফিকুল নিমতলী এজেড এন্টারপ্রাইজের কর্মচারী।

প্রতিষ্ঠানটির মালিক আবু ইউসুফ জানান, কর্মচারী শফিকুলকে এলিফেন্ট রোডের একটি ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলতে পাঠানো হয়। সেখান থেকে ফেরার পথে ছিনতাইকারীরা শফিকুলকে কুপিয়ে দুই লাখ টাকা নিয়ে গেছে।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার আশরাফুল কবির ঘটনাটি নিশ্চিত করে বলেন, ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তত্পর।

বাংলাদেশ সময়: ১৮:৩৮:১১   ৪২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ