অনুসন্ধান এলাকা আরো বাড়িয়েছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ।

Home Page » এক্সক্লুসিভ » অনুসন্ধান এলাকা আরো বাড়িয়েছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ।
মঙ্গলবার, ১১ মার্চ ২০১৪



plan.jpgবঙ্গ নিউজ ডট কমঃ মায়ালালামপুর থেকে বেইজিংগামী নিখোঁজ মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমানটি খুঁজতে আরো বড় এলাকাজুড়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ। বিমানটি নিখোঁজ হওয়ার ৩দিন পার হয়ে গেলেও অনুসন্ধানকারী জাহাজ এবং বিমান থেকে ধ্বংসাবশেষের কোনো চিহ্ন পাওয়া যায়নি।এদিকে আরো জোর অনুসন্ধান চালানোর জন্য মালয়েশিয়ান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে চীন সরকার।

তিনদিন পরও কোনো খোঁজ না পেয়ে নিখোঁজ যাত্রীদের স্বজনদের মাঝেও হতাশা বাড়ছে। স্বজনদের এরই মধ্যে জানিয়ে দেয়া হয়েছে সবচেয়ে খারাপ সংবাদের জন্য প্রস্তুতি নিতে।

চীন সরকার মালয়েশিয়ার প্রতি আরো জোর অনুসন্ধান চালানোর আহ্বান জানিয়েছে। নিখোঁজ বিমানটির অধিকাংশ যাত্রী ছিল চীনা নাগরিক।

মালয়েশিয়া জানিয়েছে, তারা আরো বড় এলাকজুড়ে এখন অনুসন্ধান চালাবে। বিমানটির ২৩৯ জন যাত্রীর ভাগ্যে কি ঘটেছে তা জানতে ৯টি দেশের অনুসন্ধানকারী দল এখন মালাক্কা প্রণালী থেকে শুরু করে দক্ষিণ চীন সমুদ্র পর্যন্ত সাগরের একটি বড় অংশে তাদের অনুসন্ধান চালাবে। এ দেশগুলোর ৪০টি জাহাজ এবং ৩৪টি বিমান এখন মালয়েশিয়া এবং ভিয়েতনাম সংলগ্ন সমুদ্রে বিমানটির সন্ধান করছে।

বিবিসি জানিয়েছে, নিখোঁজদের স্বজনদের অনেকেই ধৈর্য হারিয়ে ফেলছেন বলে মনে হচ্ছে। মালয়েশিয়া এই স্বজনদের কুয়ালালামপুরে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে, যাতে তারা আরো কাছ থেকে উদ্ধার কার্যক্রম সম্পর্কে জানতে পারে।তবে অপেক্ষারত একজন চীনা নাগরিক গুও কিসান বলছিলেন, তিনি মালয়েশিয়া যাওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। নিখোঁজ বিমানটিতে তার জামাতার ফেরার কথা ছিল।

মালয়েশিয়ান কর্মকর্তারা জানিয়েছেন, চুরি করা পাসপোর্ট নিয়ে যে দুজন ব্যক্তি ওই বিমানে উঠেছিলেন তাদের একজনকে শনাক্ত করা গেছে। তবে তার পরিচয় তারা প্রকাশ করেননি।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:১০   ৪১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ