কুষ্টিয়া সেজেছে আমের মুকুলে, বাম্পার ফলনের আশা ।

Home Page » বিবিধ » কুষ্টিয়া সেজেছে আমের মুকুলে, বাম্পার ফলনের আশা ।
মঙ্গলবার, ১১ মার্চ ২০১৪



aaam.jpgবঙ্গ নিউজ ডট কমঃ কুষ্টিয়া জেলার সর্বত্র আম গাছে আগাম মুকুল আসতে শুরু করেছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে এর সুন্দর গন্ধ। আমের আগাম মুকুল জানান দিচ্ছে মধুমাস সমাগত। নির্ধারিত সময়ের প্রায় এক মাস আগেই আবহাওয়া জনিত ও জাতের কারণেই মূলত আমের মুকুল আসতে শুরু করেছে।তবে চলতি মাসের শেষে দিকে প্রতিটি গাছেই পুরোপুরি ভাবে মুকুল ফুটতে শুরু করবে। যেসব গাছের আগাম মুকুল আসতে শুরু করেছে, সেসব বাগানের মালিকরা রীতিমত পরিচর্যা শুরু করে দিয়েছে।

বড় ধরনের কোন প্রাকৃতিক দূর্যোগ না ঘটলে এ বছর আমের বাম্পার ফলন হবে বলে চাষি ও বাগান মালিকরা আশা করছেন। বর্তমানে কুষ্টিয়া সদরসহ মিরপুর, ভেড়ামারা, খোকসা, কুমারখারী ও দৌলতপুর উপজেলায় এলাকায় বাণিজ্যিক ভাবে প্রায় সব জাতের আম উৎপাদন হয়।

আমচাষ লাভজনক হওয়ায় প্রতি বছর কৃষি জমিতে আমের বাগান করে চাষ করা হয়। কুষ্টিয়ার আম চাষি হারন-উর-রশিদ জানান, শীতের তীব্রতা থাকলে ও কয়েক সপ্তাহ থেকে আমগাছে মুকুল আসতে শুরু করেছে। আবহাওয়া অনুকুলে থাকলে এবার গাছগুলোতে মুকুলের সমারোহ ঘটার সম্ভাবনা রয়েছে। আমচাষিরা আশান্বিত আবহাওয়া অনুকুলে থাকলে নিশ্চিতভাবে আমের ভাল ফলন হবে।

কুষ্টিয়া কৃষি সমপ্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফর রহমান বলেন, আগাম যেসব গাছে আগাম মুকুল আসা শুরু হয়েছে, তা কেবল আবহাওয়া ও জাতের কারণে। গাছে আগাম মুকুল আসার বিষয়ে তিনি বলেন, মুলত ৩ টি পর্যায়ে আমের মুকুল আসে। যার প্রথম পর্যায় শীতের শেষে মাঘ মাসে শুরু হয়েছে। পুরনো জাতের গাছগুলোতে মুকুল ধরেছে। আবহাওয়া অনুকুলে থাকলে চলতি মাসের শেষের দিক পর্যন্ত সব গাছের মুকুল দেখা যাবে।

গত বছর ডিসেম্বরের শেষের দিকে গাছের মুকুল আসতে শুরু করেছিল। তিনি আরও জানান, প্রতি বছর আম বাগানের সংখ্যা ক্রমেই বাড়ছে। জেলায় বিশেষ করে লেংরা, গোপাল ভোগ, ক্ষীরসা পাত, আর্শ্বিনা, ফজলি, হিম সাগর, কাঁচা মিঠা, মোহনা, রাজভোগ, রূপালী ছাড়াও ইদানিং হাইব্রিড জাতের, আম্রপালি, মল্লিকা, সুবর্ণরেখাসহ বিভিন্ন প্রজাতির আম চাষ শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৩৩   ৪৮১ বার পঠিত  




বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ