ব্যর্থতার ষোলকলা পূর্ণ করলো বাংলাদেশ

Home Page » ক্রিকেট » ব্যর্থতার ষোলকলা পূর্ণ করলো বাংলাদেশ
শুক্রবার, ৭ মার্চ ২০১৪



k1.jpgবঙ্গ-নিউজ:ব্যর্থতার ষোলকলা পূর্ণ করলো বাংলাদেশ। ব্যাটিং ভালোতো বোলিং খারাপ। আবার বোলিং ভালোতো ফিল্ডিং বাজে। সাম্প্রতিক সময়ে এমনই যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের। হারের আষ্টেপৃষ্টেই আটকে রইলো টাইগারা। এশিয়া কাপে টানা তিন ম্যাচে হার। প্রত্যাশা ছিলো শেষ ম্যাচে জিতে কিছুটা হলেও ছন্দে ফিরাবে বাংলাদেশ। সেটাও হলো না। শেষ ম্যাচেও তিন উইকেটে হার।বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ। স্বাগতিকদের শুরুটা কিন্তু খারাপ যায়নি। উদ্বোধনীতে ৭৪ রান। এরপর ব্যাটিং বিপর্যয়। মিডেল অর্ডার এবং লোয়াড় অর্ডারের ব্যাটসম্যানরা দায়িত্বশীলতার পরিচয় দিতে না পারায় শেষ পর্যন্ত ২০৪ রানেই গুটিয়ে যাওয়া। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন এনামুল হক বিজয়।

জবাবে ব্যাট করতে নেমে শুরতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। ৮ রানে তিন উইকেট পতন। চরম বিপর্যয় থেকেও মুক্তি। লাহিরু থিরিমান্নে বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। শেষ দিকে দলের হাল ধরেন অ্যাসন প্রিয়াঞ্চন ও অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথিউস।

পঞ্চম উইকেটে ৮২ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা। ৪৪ রান করে ফেরেন অ্যাসন প্রিয়াঞ্জন। ৭৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অ্যাঞ্জোলো ম্যাথিউস। বাংলাদেশ দলের হয়ে দুই উইকেট নেন আল-আমিন। কিন্তু বেচার একটা সহজ ক্যাচও ছেড়েছেন।

বাংলাদেশ সময়: ০:৪৯:০৭   ৪৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ