‘আমরা ট্রেন মিস করিনি,বলেছেন খালেদা জিয়া

Home Page » প্রথমপাতা » ‘আমরা ট্রেন মিস করিনি,বলেছেন খালেদা জিয়া
বৃহস্পতিবার, ৬ মার্চ ২০১৪



k.jpgবঙ্গ-নিউজঃ ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন সঠিক দাবি করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘আমরা ট্রেন মিস করিনি বরং তারাই (আওয়ামী লীগ) রং ট্রেনে উঠেছিল। তারা ভুল পথে গিয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওই নির্বাচনে জনগণ তাদের নয়, আমাদের সারা দিয়েছে। জনগণ প্রহসনের ভোট প্রত্যাখ্যান করেছে। উপজেলা নির্বাচনে তা প্রমাণ হয়েছে।’গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুধবার রাতে সাবেক কয়েকজন খেলোয়াড়ের বিএনপিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খালেদা এ কথা বলেন। জাতীয় দলের সাবেক গোলরক্ষক আমিনুল হকের নেতৃত্বে ১৩ খেলোয়াড় ও চারজন সংগঠক খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন।

উপজেলা নিবার্চনের ফলাফল আগামীতে জাতীয় নিবার্চনে প্রতিফলিত হবে উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘এই অবৈধ সরকারকে বিদায় নিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। গত তিন মাসে অবৈধ এ সরকার শুধু বিএনপিরই ৩০৪ জনকে হত্যা করেছে। গুম করেছে আরো ৫৬ জনকে।’

দেশে কোনো বৈধ সরকার নেই উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘এটি অবৈধ ও অগণতান্ত্রিক সরকার। এই সরকার গায়ের জোড়ে যেসব করছে এর জাবাব দিতে হবে। পৃথিবীতে অনেক দেশেই এমন পরিণতি দেখেছে।’ এই সরকার ক্ষমতা থাকার জন্য দেশকে বিভক্ত এবং বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এমন অবস্থায় যাবেন না, যাতে ক্রেন দিয়ে আপনাদের তুলতে হয়।’

বেগম জিয়া বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গন, বিচারব্যবস্থা, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, সবখানেই সরকার দলীয়করণ করে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে। তারা বিচার বিভাগকে দলীয়করণ করছে। প্রশাসনসহ সব সেক্টরে উপযুক্ত মেধাবীদের বাদ দিয়ে দলীয় অযোগ্য লোকদের বসানো হচ্ছে।’

তিনি বলেন,’রাজনৈতিক দলগুলোকে কোনো মিছিল মিটিং করতে দেয়া হয় না। মিছিলের উপর গুলি করা হচ্ছে এই অবস্থা মানা যায় না। বিদেশে বাংলাদেশের সুনাম নষ্ট হয়ে গেছে। তাই সুনাম ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্র রক্ষা করতে হবে।’

মানুষ পরির্বতন চায় উল্লেখ করে খালেদা জিয়া বলেন,’এই অবৈধ সরকার ক্ষমতায় থাকলে দেশের পরিবর্তন হবে না। ব্যক্তি বিশেষের উন্নয়ন হবে। মানুষ দরিদ্রই থেকে যাবে।’

আমিনুল হকের নেতৃত্বে বিএনপিতে যোগ দেন- বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, সাবেক ফুটবলার ইমতিয়াজ আহমেদ নকীব, মাসুদ রানা, মিজানুর রহমান ডন, জিয়াউর রহমান, এএনএম মাহিদ উদ্দিন ভূইয়া, এনামুল হক, অরুপ কুমার, মাসুদ করিম, উজ্জল, রাসেল করিম সুমন শাকিল আহমেদ। এছাড়া ক্রীড়া সংগঠক আলহাজ্ব কাজী শামীম তারেক, সালাউদ্দীন হায়দার, বজলুর রহমান, জিয়াউর রহমান তপু।

যোগদান অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, ফজলুর রহমান পটল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:৩৮:৪৮   ৩৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ