চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত

Home Page » জাতীয় » চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত
বুধবার, ৫ মার্চ ২০১৪



কাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ index_28102.jpgচুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিষিদ্ধঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার মেকুর কাশেম (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে চারুলিয়ার কানাইবাবুর আমবাগানের কাছে এ ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীদের ছোড়া বোমার আঘাতে সহকারী দারোগা নিয়াজ আলী (৩৮) ও কনস্টেবল খায়রুল ইসলাম (৪৫) গুরুতর আহত হয়।পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশী বন্দুক, বন্দুকের ৪ রাউন্ড গুলি, ৪ টি তাজা বোমা, বেশ কয়েকটি গুলির খোসা ও বোমার আলামত উদ্ধার করেছে। ।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে দামুড়হুদা উপজেলার চারুলিয়া কানাইবাবুর আমবাগানে ১০-১২ জন চরমপন্থী গোপন বৈঠক করছিল। এ খবরের ভিত্তিতে দামুড়হুদা থানার দারোগা রবিউল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে ৩ টি শক্তিশালী বোমা ছুড়ে মারে। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।

এতে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বোয়ালমারি গ্রামের জুড়ন আলীর ছেলে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার মেকুর কাশেম নিহত হয়।

বোমার স্প্লিন্টারে দামুড়হুদার মডেল থানার সহকারী দারোগা নিয়াজ আলী ও কনস্টেবল খায়রুল ইসলাম গুরুতর আহত হয়েছে। তাদেরকে দামুড়হুদা চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে বুধবার ভোরে চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান ও দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, নিহত মেকুর কাশেম পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। সে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার। তার বিরুদ্ধে বোয়ালমারি গ্রামের আকবর অপহরণ, হত্যা, চাঁদাবাজীসহ দামুড়হুদা থানাসহ বিভিন্ন থানায় প্রায় এক ডজন মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ৮:৫২:৪৮   ৩৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ