বাংলাদেশের বিশাল সংগ্রহ পাকিস্তানের সামনে চ্যালেঞ্জ…

Home Page » আজকের সকল পত্রিকা » বাংলাদেশের বিশাল সংগ্রহ পাকিস্তানের সামনে চ্যালেঞ্জ…
মঙ্গলবার, ৪ মার্চ ২০১৪



5315b6cc72288-anam.jpgবঙ্গ-নিউজ ডটকমঃএশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য ৩২৭ রান।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে এনামুল হকের শতকে ৩ উইকেটে ৩২৬ রান করে বাংলাদেশ।আগের ম্যাচের ব্যর্থতায় উদ্বোধনী জুটিতে পরিবর্তন আনে বাংলাদেশ। শামসুর রহমানের পরিবর্ত দলে এসেই দেড়শ রানের চমৎকার জুটি উপহার দেন ইমরুল কায়েস।

২০১১ সালের ডিসেম্বরের পর প্রথম ওয়ানডে খেলতে নেমে অর্ধশতক পেয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। মোহাম্মদ তালহার একটি স্লোয়ার শর্ট বলে ইমরুল উইকেটরক্ষক উমর আকমলের গ্লাভসবন্দী হলে ভাঙ্গে ২৮.৪ ওভার স্থায়ী জুটি।

৫৯ রান করা ইমরুলের ৭৫ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছক্কা।

দ্বিতীয় উইকেটে মুমিনুল হকের সঙ্গে ৫৪ রানের আরেকটি ভালো জুটি উপহার দেন এনামুল। শতরানে পৌঁছেই রানের গতি বাড়ানোর চেষ্টা করেছিলেন এনামুল। কিন্তু সাঈদ আজমলের বল তুলে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে আহমেদ শেহজাদের সহজ ক্যাচে পরিণত হন তিনি।

১০০ রান করা এনামুলের ১৩২ বলের ইনিংসটি সাজানো ৬টি চার ও ৪টি ছক্কায়। ওয়ানডেতে এটি তার দ্বিতীয় শতক।

তৃতীয় উইকেটে অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে মাত্র ৫.১ ওভারে ৪৫ রানের জুটি গড়েন মুমিনুল। টুর্নামেন্টে টানা দ্বিতীয় অর্ধতকে পৌঁছে আজমলের দ্বিতীয় শিকারে পরিণত হন মুমিনুল (৫১)। তার ৪৭ বলের ইনিংসটিতে ছিল ৬টি চার।

চতুর্থ উইকেটে মুশফিক ও নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা সাকিব আল হাসানের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৫.৪ ওভারে ৭৭ রান তুলে বাংলাদেশ। ৫১ রানে অপরাজিত মুশফিকের ৩৩ বলের ইনিংসে ছিল ৮টি চার। আর ৪৪ রানে অপরাজিত সাকিবের ১৬ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা।

১১তম ওভারটি করতে আসা আব্দুর রেহমানের প্রথম তিনটি বলই ছিল বিমার। তাই আর বল করার সুযোগ হয়নি দলে ফেরা এই বাঁহাতি স্পিনারের। তার বোলিং ফিগার ০-০-৮-০।

বিশেষজ্ঞ স্পিনারের ১০ ওভার কে করবে সেই দুর্ভাবনার মধ্যে নিয়মিত বোলারদের ছন্দপতন অতিথিদের বিপদ আরো বাড়ায়। তালহার করা ১৬তম ওভারে ২১ রান নিয়ে অতিথিদের বোলিং আরো এলোমেলো করে দেন এনামুল-ইমরুল।

ভালো ভিত পাওয়ার পর শেষ ১১ ওভারে ১২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। ঝড়ের হাত থেকে রক্ষা পাননি দলের সেরা বোলার আজমলও। প্রথম ৬ ওভারে মাত্র ৯ রান দিলেও শেষ তার শেষ ৪ ওভার থেকে ৫২ রান নেন স্বাগতিক ব্যাটসম্যানরা।

ওয়ানডেতে এটি বাংলাদেশের সর্বোচ্চ রান। আগের সর্বোচ্চ ছিল জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটে ৩২০ রান। ২০০৯ সালের অগাস্টে বুলাওয়ায়োয় এই রান করেছিল বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে এই প্রথম ওয়ানডেতে তিনশ’ পার হল বাংলাদেশের সংগ্রহ। ২০০৮ সালের এপ্রিলে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ২৮৫ ছিল আগের সর্বোচ্চ।

বাংলাদেশ সময়: ১৮:১৬:৫৫   ৪৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ