পাকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা…

Home Page » ক্রিকেট » পাকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা…
মঙ্গলবার, ৪ মার্চ ২০১৪



womencric.JPGবঙ্গ-নিউজ ডটকমঃলতা মণ্ডলের দারুণ বোলিংয়ে সফরকারি পাকিস্তান মহিলা ক্রিকেট দলকে ৪৩ রানে হারিয়েছে বাংলাদেশ মহিলা দল।
কক্সবাজারে ২ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মঙ্গলবার টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রান তোলে তারা। জবাবে পাকিস্তানের মেয়েরা ৪৪.১ ওভারে মাত্র ১০৯ রানে অলআউট হয়।১৫৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ধীর ব্যাটিং করার সঙ্গে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। এক পর্যায়ে ৬৩ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে তারা। তবে আট নম্বর ব্যাটসম্যান আসমাভিয়া ইকবালের ৮৬ বলে ৪০ রানের ইনিংসের কল্যাণে পরাজয়ের ব্যবধান কমাতে পেরেছে সফরকারি দল। ম্যাচ সেরা লতা মণ্ডল ৩৫ রানে ৪ এবং জাহানারা আলম ২২ রানে ৩ উইকেট নিয়েছেন।

এর আগে বাংলাদেশ ভালো শুরু না পেলেও রুমানা আহমেদের কল্যাণে লড়াই করার মতো সংগ্রহ গড়তে পারে। ২৪ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর উইকেটে আসেন রুমানা। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হওয়ার সময় বাংলাদেশের রান ছিল ১০০। ৫টি চারে ৭৫ বলে ৪৪ রান করেছেন রুমানা।

এর পর বাংলাদেশের স্কোর দেড় শ’ পেরিয়েছে শায়লা শারমিন ও নুজহাত তাসনিয়ার দুটি ইনিংসে ভর করে। শায়লা ৪৯ বলে ২২ এবং নুজহাত ৩০ বলে ২৬ রান করেছেন।

বাংলাদেশের মেয়েদের এটা তৃতীয় ওয়ানডে জয়। আর পাকিস্তানের বিপক্ষে প্রথম।
সিরিজের পরের ম্যাচটি একই ভেন্যুতে বৃহস্পতিবার।

বাংলাদেশ সময়: ১৮:০৬:৪২   ৪৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ