আজ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ‘ফিরে পাওয়ার’ লড়াই

Home Page » খেলা » আজ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ‘ফিরে পাওয়ার’ লড়াই
মঙ্গলবার, ৪ মার্চ ২০১৪



bangladeshpractice_030214_0005thumbnail.jpgবঙ্গ-নিউজ ডটকম:এশিয়া কাপের গত আসরের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। সেবার স্বাগতিকদের হৃদয় ভেঙ্গে মাত্র ২ রানের জেতে তারা। এবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ দেখছে নিজেদের ফিরে পাওয়ার লড়াই হিসেবে।মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা দুইটায়।

এশিয়া কাপে ভারতের পর আফগানিস্তানের কাছে লজ্জাজনক হারের ধাক্কা কাটিয়ে উঠতে পাকিস্তানের বিপক্ষে জিততে মরিয়া বাংলাদেশ। প্রায় দেড় দশক আগে ১৯৯৯ সালের বিশ্বকাপে এই দলটিকে প্রথম ও শেষবার হারিয়েছিল বাংলাদেশ।

চোট, নিষেধাজ্ঞা, বিতর্ক সব পেছনে ফেলে বছরের প্রথম জয়টি মঙ্গলবারই চায় বাংলাদেশ। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আল হাসানের ফেরায় অবশ্য কিছুটা উজ্জীবিত বাংলাদেশ।

একটা সময়ে ঘরের মাঠে বাংলাদেশের সাফল্যর পূর্বশর্ত হয়ে দাঁড়িয়েছিল তিন বাঁহাতি স্পিনার। সাকিব ফেরায় আব্দুর রাজ্জাক ও আরাফাত সানিকে নিয়ে অনেক দিন পর আবারো তিন বাঁহাতি স্পিনার নিয়ে খেলতে পারে বাংলাদেশ।

চোটের সঙ্গে লড়াই করা তামিম ইকবালের অভাব প্রতি ম্যাচেই অনুভব করছে বাংলাদেশ। এ পর্যন্ত পাঁচটি ওয়ানডেতে ইনিংস উদ্বোধন করেছেন এনামুল হক ও শামসুর রহমান। তাদের উদ্বোধনী জুটির স্থায়ীত্ব যথাক্রমে ২, ৫, ৪, ৩১ ও ৩৬ বল। অর্থাৎ তিন ম্যাচেই প্রথম ওভারে মাঠে নামতে হয়েছে তিন নম্বর ব্যাটসম্যান মুমিনুল হককে। মাত্র দু’বার দুই অঙ্কের ঘরে গিয়েছিল উদ্বোধনী জুটি, যার সর্বোচ্চ মাত্র ১৭। উদ্বোধনী জুটিতে তাই পরিবর্তন এলে ফিরতে পারেন ইমরুল কায়েস।

মিডল অর্ডারে নাসির হোসেনের ছন্দ পতনে ব্যাটিং দৈন্যতা আরো প্রকট হয়ে উঠেছে। আফগানিস্তানের বিপক্ষে বাজে বলগুলো থেকেও রান নিতে ব্যর্থ হয়েছেন তিনি। পাঁচবার জীবন পেয়েও ৪১ রানের বেশি করতে পারেননি তিনি।

ক্রিকেট জীবনে প্রথম বাজে সময় পার করা নাসিরের আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ১১টি ইনিংস এমন ৪১, ১, ৩৮, ২২, ৮, ৮, ১৬, ৪২, ৪, ২৯ ও ৫। সোহাগ গাজীর বদলে দলে ফেরা মাহমুদুল্লাহ রিয়াদ খেললে স্বাগতিকদের ব্যাটিং গভীরতা তাই বাড়বে।

পাকিস্তানকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দেখলেও জয় অসম্ভব নয় বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।

“তিন বিভাগেই ভালো খেললে যে কোনো দলকে আমরা হারাতে পারবো। মৌলিক জিনিসগুলো ঠিকঠাকভাবে করতে হবে। আর প্রয়োজনের সময় নিজের সেরাটা খেলতে হবে।”

তিন ম্যাচে টানা দুই জয়ে ফাইনালের পথে অনেকখানি এগিয়ে গেছে পাকিস্তান। অবশ্য বর্তমান চ্যাম্পিয়নদের দুটি জয়েই ছিল ভাগ্যের বড়সড় সহায়তা। আফগানিস্তানের বিপক্ষে ২৮ রানে জীবন পাওয়া উমর আকমলের শতকে জেতে পাকিস্তান। পরের ম্যাচে শহীদ আফ্রিদির ‘মিস টাইমিং’ দুটি শটও ছক্কা হলে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১ উইকেটে জেতে তারা।

টানা হারের মধ্যে থাকলেও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক।

“ওয়ানডেতে নিজেদের মাঠে ওরা বিপজ্জনক দল। তাছাড়া সাকিবকে ফিরে পাচ্ছে ওরা। আমাদের মৌলিক কাজগুলো যথাযথভাবে করতে হবে। আর মাঠে নিজেদের সেরাটা দিতে হবে।”

বাংলাদেশ সময়: ১২:২৮:৪৭   ৪০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ