প্রধানমন্ত্রীকে লাল গালিচার শুভেচ্ছা নেপিতোয়

Home Page » আজকের সকল পত্রিকা » প্রধানমন্ত্রীকে লাল গালিচার শুভেচ্ছা নেপিতোয়
মঙ্গলবার, ৪ মার্চ ২০১৪



11724.jpgতমালবঙ্গ-নিউজ ডটকম:বিমসটেক (বে অব বেঙ্গল মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) শীর্ষ সম্মেলনে যোগ দিতে মায়ানমারের রাজধানী নেপিতো পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ৩২ সদস্যের দল নিয়ে বাংলাদেশের স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় নেপিতো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান মায়ানমারের শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আয়ে মিন। এ সময় বিমানবন্দরে মায়ানমারের ঐতিহ্যবাহী সনাতনী পোশাক পড়ে লাল গালিচার দু’ধারে দাঁড়িয়ে ফুল নাড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান একদল নারী পুরুষ। যন্ত্র সঙ্গীত বাজান বাদক দল।
প্রধানমন্ত্রী গাড়ির বহর এরপর যাত্রা শুরু করে নেপিতো রয়্যাল হোটেলের পথে। পথের দু‘ধারে স্কুলের পোশাক পরে ছোট ছোট শিশু-কিশোর-কিশোরীরা বাংলাদেশ ও মায়ানমারের পতাকা নেড়ে স্বাগত জানায়। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
সোমবার দুপুরেই প্রধানমন্ত্রী দেখা করবেন মায়ানমারের প্রেসিডেন্ট থিন সেনের সঙ্গে। নেপিতোয় প্রেসিডেন্ট প্যালেসে এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে দুপুর আড়াইটায়।
প্রেসিডেন্ট প্যালেস থেকে সরাসরি মায়ানমারের জাতীয় সংসদ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সংসদের স্পিকার শিউ মানের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
বেলা চারটায় রয়েছে মায়ানমারের অবিসংবাদিত নেতা, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির চেয়ারম্যান অং সান সুচির সঙ্গে বৈঠক। এ বৈঠকটিও হবে মায়ানমারের জাতীয় সংসদ ভবনে।
সন্ধ্যায় মায়ানমার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মায়ানমারের প্রেসিডেন্টের দেওয়ার নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দ্বিতীয় দিনে মায়ানমার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী অংশ নেবেন বেশ কয়েকটি সাইডলাইন বৈঠকে। ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক যার অন্যতম।
মঙ্গলবার রাত ৮টায় মায়ানমার ছেড়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ, ভুটান, মিয়ানমার, ভারত, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডকে নিয়ে বিমসটেক গঠিত। সদস্য রাষ্ট্রগুলোর অর্থনৈতিক সহযোগিতাকে সামনে রেখে ১৯৯৭ সালে এটি গঠন করা হয়।
এটি এই ফোরামের তৃতীয় বৈঠক। ফোরামের প্রথম বৈঠক ২০০৪ সালে ব্যাংককে এবং দ্বিতীয় বৈঠক ২০০৮ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১০:৪২:০৬   ৪৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ