রাসেদুল হাসান লিটন(বঙ্গ-নিউজ)ঃ অস্কারের আসরে এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে দাসপ্রথার উপর নির্মিত পিরিয়ড ফিল্ম ‘টুয়েলভ ইয়ারস আ স্লেভ’। ‘পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী’ এবং ‘সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড)’ বিভাগের অস্কারও গেছে ব্র্যাড পিট প্রযোজিত এবং স্টিভ ম্যাককুইন পরিচালিত এই সিনেমার ঝুলিতে। তবে সংখ্যার দিক দিয়ে বাকি সব সিনেমাকে ছাড়িয়ে গেছে সাই-ফাই ড্রামা মুভি ‘গ্র্যাভিটি’; ‘সেরা পরিচালক’ সহ মোট সাতটি বিভাগে পুরস্কার অর্জন করেছে আলফনসো কুয়ারনের এই সিনেমা।
আঠার শতকের একজন ক্রীতদাস, সলোমন নরথাপের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘টুয়েলভ ইয়ারস আ স্লেভ’-এ অভিনয় করে ‘পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী’র অস্কার জিতে নিয়েছেন লুপিতা নিয়নগো। কেনিয়ান বংশোদ্ভূত এই অভিনেত্রীর এটিই ছিল ক্যারিয়ারের প্রথম অস্কার মনোনয়ন। নরথাপের উপন্যাস থেকে সিনেমার চিত্রনাট্য লেখার সুবাদে ‘সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড)’-এর পুরস্কার গেছে জন রিডলির ঝুলিতে।ওদিকে ‘সেরা অভিনেতা’ বিভাগে একাধিকবার মনোনয়ন পেয়েও একবারও না জেতা ব্র্যাড পিট সিনেমাটির মাধ্যমে অর্জন করলেন তার প্রথম অস্কার। এর আগে অভিনেতাদের মধ্যে প্রযোজক হিসেবে অস্কার জেতার রেকর্ড আছে দুজনেরই; তারা হলেন কেভিন কস্টনার এবং বেন অ্যাফ্লেক; ১৯৯১ সালের সিনেমা ‘ড্যান্সেস উইথ দ্য উলভস’-এর নির্মাতা হিসেবে কস্টনার এবং ২০১২ সালের সিনেমা ‘আরগো’-এর জন্য অস্কার জিতেছিলেন অ্যাফ্লেক।
‘গ্র্যাভিটি’র সুবাদে এবার এক আসরেই দুটি অস্কার একত্রে জিতে নিয়েছেন পরিচালক আলফনসো কুয়ারন। ‘সেরা পরিচালক’ তো বটেই, ‘সেরা চলচ্চিত্র সম্পাদনা’র পুরস্কারও জিতে নিয়েছেন তিনি। এর মাধ্যমে অস্কারের ইতিহাসে প্রথম মেক্সিকান পরিচালক হিসেবে ‘সেরা পরিচালক’-এর খেতাব জিতলেন তিনি।
‘সেরা আবহ সংগীত’, ‘সেরা সাউন্ড এডিটিং’, ‘সেরা সাউন্ড মিক্সিং’, ‘সেরা সিনেমাটোগ্রাফি’ এবং ‘সেরা ভিজ্যুয়াল ইফেক্ট’-এর পুরস্কারও গেছে ‘গ্র্যাভিটি’র ঘরে।
অস্কারের দৌড়ে এগিয়ে থাকা অন্য সিনেমাগুলোর মধ্যে তৃতীয়স্থানে রয়েছে ‘ডালাস বায়ার্স ক্লাব’। এইডস রোগীদের উপর নির্মিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ‘সেরা অভিনেতা’র অস্কার জিতে নিয়েছেন ম্যাথিউ ম্যাককোনাহে। ক্রিশ্চিয়ান বেল, লিওনার্দো ডি ক্যাপ্রিও, চুয়েটেল এজিওফোর এবং ব্রুস ডার্নকে হারিয়ে পুরস্কারটি জিতে নেন তিনি। অন্যদিকে সিনেমাটিতে তার সহশিল্পী জ্যারেড লেটো অর্জন করেছেন ‘পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা’র খেতাব। দুজনের ক্যারিয়ারেই এটি ছিল প্রথমবারের মতো অস্কার মনোনয়ন।
‘ব্লু জেসমিন’ সিনেমায় অসাধারণ অভিনয় করে ‘সেরা অভিনেত্রী’ বিভাগে অস্কার অর্জন করেন কেইট ব্লানচেট। এটি তার দ্বিতীয় অস্কার। অস্ট্রেলিয়ান এই অভিনেত্রী এর আগে একই বিভাগে জিতেছিলেন তার প্রথম অস্কার, ২০০৩ সালের সিনেমা ‘দ্য এভিয়েটর’-এর জন্য।
অনুমিতভাবেই, ‘সেরা অ্যানিমেটেড’ চলচ্চিত্রের পুরস্কারটি গেছে ডিজনির সর্বশেষ অ্যানিমেশন ‘ফ্রোজেন’-এর ঘরে। সিনেমাটির গান ‘লেট ইট গো’-এর জন্য ‘সেরা সংগীত’ এর পুরস্কার জিতে নিয়েছেন রবার্ট লোপেজ এবং ক্রিস্টিয়ান অ্যান্ডারসন লোপেজ জুটি।
‘বিদেশি ভাষার সেরা চলচ্চিত্র’-এর পুরস্কার জিতে নিয়েছে ইতালির সিনেমা ‘দ্য গ্রেট বিউটি’। সিনেমাটি পরিচালনা করেছেন পাওলো সোরেন্তিনো।
‘সেরা চিত্রনাট্য (অরিজিনাল)’-এর অস্কার অর্জন করেছেন স্পাইক জোঞ্জ, ‘হার’ সিনেমার সুবাদে।
এবারের আসরে ব্যর্থতার খাতায় নাম লিখিয়েছে তিনটি সিনেমা। ডেভিড ও রাসেলের ‘আমেরিকান হাসল’, পল গ্রিনগ্রাসের ‘ক্যাপ্টেন ফিলিপস’ এবং মার্টিন স্করসেসির ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’ এবার যথাক্রমে ১০, ৬ এবং ৫ মনোনয়ন নিয়ে এগিয়ে থাকলেও জিততে পারেনি একটিতেও।
বরাবরের মতোই, জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে লস এঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে ৮৬ তম একাডেমি অ্যাওয়ার্ডস। সেলিব্রেটি টিভি ব্যক্তিত্ব এলেন ডিজেনার্সের সঞ্চালনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় এবিসি নেটওয়ার্কে।
প্রয়াত বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা জানাতে রকব্যান্ড ইউটু পরিবেশন করে ‘অর্ডিনারি লাভ’ গানটি। ফ্যান্টাসি সিনেমা ‘উইজার্ড অফ ওজ’-এর ৭৫ বছর পুর্তি উপলক্ষে একটি বিশেষ পরিবেশনা করেন পপতারকা পিঙ্ক।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা জানানো হয় সিনিয়র অভিনেত্রী অ্যাঞ্জেলা ল্যান্সবারি, স্টিভ মার্টিন এবং পিয়েরো টসিকে। মানবসেবামূলক কাজে অবদানের জন্য বিশেষ সম্মানসূচক অস্কার ‘জিন হার্শেল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড’-এ ভূষিত করা হয় অ্যাঞ্জেলিনা জোলিকে।
বাংলাদেশ সময়: ২৩:৩০:২৮ ৩৭৩ বার পঠিত