নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরছেন সাকিব

Home Page » ক্রিকেট » নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরছেন সাকিব
সোমবার, ৩ মার্চ ২০১৪



shakib.jpg(খোকন)-বঙ্গ-নিউজ ডটকম: দলে ছিলেন না তামিম ও সাকিব; বাংলাদেশের দুই ভরসা। তামিম ছিলেন না চোটাক্রান্ত হওয়ায়। সাকিবের অনুপস্থিতির কারণ নিষেধাজ্ঞা। এশিয়া কাপের বাকি অংশেও দলে নেই তামিম। তবে আশার কথা হলো তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ফিরছেন সাকিব। যা পাকিস্তান অধিনায়ক মিসবাহকে কিছুটা ভীতও করেছে।
রোববার ভারতকে হারিয়েছে পাকিস্তান। শেষ ওভারে শহীদ আফ্রিদির বীরত্বে জয় পেয়েছে তারা। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এসেছিলেন মিসবাহ। সেখানেই তাদের পরের ম্যাচ, মানে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলেছেন পাক অধিনায়ক।
বাংলাদেশ প্রসঙ্গে পাকিস্তানের অধিনায়ক বলেছেন, “দেশের মাটিতে বাংলাদেশ প্রমাণিত কঠিন প্রতিপক্ষ। গত এশিয়া কাপে তারা ভারত-শ্রীলঙ্কার মতো দলকে হারিয়েছিলো। এরপর ফাইনালে আমাদের সাথেও করেছে তুমুল লড়াই। সুতরাং বাংলাদেশের সাথে খেলাটা আমাদের জন্য বড় পরীক্ষা। যদিও চলমান এশিয়া কাপে তারা ভালো খেলতে পারেনি।”
পাকিস্তানের অধিনায়ক আরো বলেছেন, “বাংলাদেশ ভালো খেলতে পারেনি, কারণ তাদের প্রধান দুই খেলোয়াড় দলে ছিলো না। তবে পাকিস্তানের বিপক্ষে ফিরছেন সাকিব। যা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।”
গত এশিয়া কাপে ভাগ্যের জোরে বাংলাদেশের বিপক্ষে জিতে গেলেও এবার বেশ সতর্ক বর্তমান চ্যাম্পিয়নরা। জিততে চাইলে বাংলাদেশের বিপক্ষে দেখেশুনেই এগুতে হবে তাদের। বিশেষ করে বাংলাদেশের বহু যুদ্ধের নায়ক সাকিবকে সামলাতে হবে সতর্কতার সাথে। না হলে সাকিব একাই ক্ষমতা রাখেন বাংলাদেশকে জয়ে ফেরানোর।
পাকিস্তানের বিপক্ষে মোট ১১টি ওয়ানডে খেলেছেন সাকিব। তাতে ৩৭ গড়ে ৪০৭ রান করেছেন তিনি। সেঞ্চুরি আছে একটি। বল হতে নিয়েছেন ১৫টি উইকেট।

বাংলাদেশ সময়: ১৯:০১:৩৫   ৫৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ