জাবি-তে সান্ধ্যকালীন ও উইকেন্ড কোর্স সমূহ বন্ধের দাবী

Home Page » প্রথমপাতা » জাবি-তে সান্ধ্যকালীন ও উইকেন্ড কোর্স সমূহ বন্ধের দাবী
সোমবার, ৩ মার্চ ২০১৪



230421_13273277732_435_n.jpgমোঃ দিদার হোসেন রাব্বী,

বঙ্গনিউজ ডটকমঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চালুকৃত সান্ধ্যকালীন ও উইকেন্ড কোর্স সমূহ বন্ধ করার দাবী জানিয়েছে জাবি-র বিভিন্ন ছাত্র সংগঠন গুলো জাবি শাখার ছাত্র ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে জাবি-র সকল সান্ধ্যকালীন ও উইকেন্ড কোর্স সমূহ বন্ধের দাবী জানানো হয় সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে এম.এ ইন ই.এল.টি (উইকেন্ড) এবং এম.এ ইন ইংলিশ স্টাডিজ (উইকেন্ড) কোর্স চালু করা হয়েছে। এই কোর্স সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে চালুকৃত সান্ধ্যকালীন ও উইকেন্ড কোর্স সমুহ অবিলম্বে বন্ধ করার দাবিতে গত ১লা মার্চ,২০১৪ তারিখে জাবি শাখার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট একটি মিছিল বের করে এবং মিছিল শেষে একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভারপ্রাপ্ত উপাচার্যের সাথে দেখা করে অবিলম্বে এই সকল বাণিজ্যিক কোর্স সমূহ বন্ধ করার দাবী জানায়।

ছাত্র সংগঠন গুলোর মতে, এই সান্ধ্যকালীন কোর্স সম্পুর্ন বাণিজ্যিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে চালু করা হয়েছে। রাষ্ট্রের শিক্ষা বাণিজ্যিকীকরণের যে নীতি, সেই নীতি দ্বারা পরিচালিত হয়েই এমন কোর্স চালু করা হচ্ছে। তাদের মতে, এই কোর্স সমূহ শিক্ষার বাণিজ্যিকীকরনণের নীতিরই বহিঃপ্রকাশ। এর মাধ্যমে শিক্ষাকে পণ্যে পরিণত করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ধীরে ধীরে শিক্ষাকে সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে গিয়ে শুধুমাত্র ধনীদের জন্য শিক্ষাকে কুক্ষিগত করার চেষ্টা চালাচ্ছে। এই ধরনের কোর্স চালুর পাঁয়তারা এবং চালুকৃত কোর্সগুলো অবিলম্বে বন্ধ করা না হলে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের নিয়ে দূর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারন করেছেন ছাত্র সংগঠণ গুলোর সদস্যবৃন্দ।

বাংলাদেশ সময়: ০:৩৪:২০   ৫৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ