দ্বিতীয় সিজন নিয়ে উপস্থাপক আমির খান,”সাত্যামেভ জায়াতেটিভি”

Home Page » খেলা » দ্বিতীয় সিজন নিয়ে উপস্থাপক আমির খান,”সাত্যামেভ জায়াতেটিভি”
রবিবার, ২ মার্চ ২০১৪



বঙ্গ-নিউজ ডটকম:সাত্যামেভ amir.jpg শোর দ্বিতীয় সিজন নিয়ে মতামত জানিয়েছেন বলিউডি অভিনেতা এবং অনুষ্ঠানটির উপস্থাপক আমির খান। এই সিজনে কোন কোন বিষয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে এবং এই শো কিভাবে তার জীবনে প্রভাব ফেলেছে, তার মধ্য থেকে ৬টি বিষয় নিয়ে সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে আলোচনা করেন তিনি।টাইমস অফ ইন্ডিয়া জানায়, দ্বিতীয় সিজনকে, প্রথম সিজনের চেয়ে কিছুটা ভিন্নভাবে তুলে ধরবেন বলে মন্তব্য করেন বলিউডের ‘মি. পারফেক্ট’।

রাজনৈতিক প্রভাবের কারণে কোনো বিষয়ই এড়িয়ে যাওয়া হবে না বলেও মন্তব্য করেন আমির। তিনি বলেন, “আমরা বাইরের চাপের মুখে কখনও কোনো পর্বের বিষয় নির্বাচন করি না। আমরা অনেক যাচাই বাছাই করে নির্ধারণ করি কোনো বিষয়গুলো আমরা দর্শকদের সামনে তুলে ধরব। ক্ষেত্রবিশেষে আমরা দর্শকদের পরামর্শ নিয়ে থাকি। তারা শোর ওয়েবসাইটে তাদের মতামত জানিয়ে থাকেন। সেগুলো নিয়ে আমরা আলোচনা করি, তারপর যে বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলো নিয়েই কাজ করি। কখনও রাজনৈতিক চাপের মুখে পড়ে কোনো বিষয়কে এড়িয়ে যাওয়া হয় না। যদি কোনো বিষয় বাদ পড়ে, তার পিছনে কারণ হল শোটির টিমের মতে ওই বিষয় বর্তমানে ততটা গুরুত্বপূর্ণ নয়।”

প্রথম সিজনে আমির একটু বেশি আবেগপ্রবণ হয়েছিলেন এমন কথা বেশ অনেকবারই শুনতে হয়েছে তাকে। এ বিষয়ও এবারের সিজনে মাথায় রাখবেন বলে জানিয়েছেন আমির।

তিনি বলেন, প্রথম সিজন চলাকালে প্রায়ই সমালোচিত হতে হয়েছে আমাকে। অনেকেই বলেছেন আমি একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছি শো চলাকালে। তবে এক্ষেত্রে আসলে আমার নিজের কিছু করার নেই। আমি ব্যক্তিগতভাবে খুবই আবেগপ্রবণ। প্রথম সিজনে শুটিংয়ের সময় এমনও হয়েছে, আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে শুটিং বেশ কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হয়েছে।

অনুষ্ঠানটিতে কাজ করে মানুষকে ক্ষমা করতে শিখেছেন আমির। আমির বলেন, ‘সত্যমেত জয়েতু’-এর প্রথম সিজনে কাজ করতে গিয়ে আমি ক্ষমা করতে শিখেছি। কারণ ওই শোতে আমি এমন কিছু মানুষকে পেয়েছি যারা সারা জীবন অনেক কষ্টের সম্মুখীন হলেও কোনো অভিযোগ না করে অন্যকে ক্ষমা করে দিয়েছেন। আর তখন থেকেই আমিও মানুষক ক্ষমা করে দিতে শিখেছি।”

সামাজিক সমস্যা নিয়ে কাজ করলেও রাজনীতি থেকে দূরে থাকতে চান আমির।

নারীর ক্ষমতায়ন এবং সমাজে তাদের ঐক্যবদ্ধ করতে চান আমির। সমাজে নারীর ক্ষমতায়ন এবং তাদের ঐক্যবদ্ধ করতে পারলে সমাজ পুরোপুরি পাল্টে যাবে বলে মনে হয় তার। আমিরের মতে, সামাজিকভাবে একটি পরিবারের কেন্দ্রবিন্দু হলেন নারী। নারীই শিশুর জন্ম দেন এবং তাকে বড় করে তোলেন। তাই একজন নারী যখন মাথা তুলে দাঁড়ান তার প্রভাব পড়ে পরিবারে। তার ভাষ্যে, “এতে একটি সফল সমাজ এবং সফল রাষ্ট্র নির্মাণ করা সম্ভব হবে।”

আমির মনে করেন একজন অভিনেতা হিসেবে রাজনৈতিক এবং সামাজিক বিষয় নিয়ে কথা বলার অধিকার আছে তার। আমির বলেন, “একজন ভারতীয়ের পূর্ণ অধিকার আছে যে কোনো রাজনৈতিক ইস্যু বা সামাজিক বিষয় নিয়ে কথা বলার অধিকার। কারণ আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক। এটি শুধু একজন অভিনেতার দায়িত্ব নয় এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব।”

২ মার্চ সন্ধ্যা থেকে শুর” হতে যাচ্ছে সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে আমির উপস্থাপিত টিভি শো ‘সত্যমেভ জয়েতু’। সাপ্তাহিক শোটি প্রতি রোববার স্টার প্লাসে প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ১৯:০৫:৩২   ৪৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ