দুর্গাপুরে সরকারী জায়গার সেগুন গাছ ব্যাক্তিমালিকানা দাবী করে কেটে বিক্রির হিরিক

Home Page » সারাদেশ » দুর্গাপুরে সরকারী জায়গার সেগুন গাছ ব্যাক্তিমালিকানা দাবী করে কেটে বিক্রির হিরিক
শনিবার, ১ মার্চ ২০১৪



tree-durgapur.jpgস্টাফ রিপোর্টার,সুসঙ্গ দুর্গাপুর(নেত্রকোনা)
জেলার দুর্গাপুরে কুল্লাগড়া ইউনিয়নের বিপিনগঞ্জ বাজারে দীর্ঘদিনের একটি সেগুন গাছ প্রশাসনের তোয়াক্কা না করে ব্যাক্তিমালিকানা দাবীর ভিত্তিতে মোটা অংকের বিনিময়ে বিক্রি করে কেটে ফেলেছে শনিবার।
সরজমিনে যেয়ে জানা যায়, শনিবার বিপিনগঞ্জ বাজারের গাছ কাটার খবর পেয়ে দুর্গাপুর উপজেলার সার্ভেয়ার শহীদুল ইসলাম ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা সমীর এষ হাজির হয়ে বিপিনগঞ্জ বাজারের গাছ কাটা বন্ধ রাখতে পলাশগড়া গ্রামের মরহুম আব্দুল আলীর ছেলে শহীদুল ইসলামকে নিষেধ করেন এবং তাদের নিকট মালিকানার কি কাগজ পত্র আছে তা দেখতে চান এবং সরকারী ভাবে মাপঝোপ না হলে গাছ সরিয়ে নিতে নিষেধ দেন বলে সরকারী ঐ দুই কর্মকর্তা প্রতিনিধিকে জানান। অপরদিকে জায়গা ও গাছের মালিক দাবী করে পালাশগড়া গ্রামের শহীদুল ইসলাম। তিনি বলেন এই জায়গাটা বেশ কয়েকবার ইতিমধ্যে মালিকানা পরিবর্তন হয়েছে সর্বশেষ মালিক আমি। তবে বিআরএস আমার নামে না ,আরওআর বিপ্লব হাজং এর নামে। এ বিষয় নিয়ে মালিক পক্ষের হয়ে তার ভাই পলাশগড়া গ্রামের মরহুম রজব আলীর ছেলে আঃ রহিম বাচ্চু বলেন রবিবার অফিস খুললে আমরা কাগজ পত্র নিয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি এর নিকট যাব। ইতিমধ্যে বাঐপাড়া গ্রামের বাসিন্দা কামরুল ইসলাম ও ছামছু হকের নিকট ২৭(সাতাশ) হাজার টাকার বিনিময়ে গাছ কেটে নেওয়ার দায়িত্ব ক্রেতাদের বলে বিক্রি করেছেন জায়গার মালিক দাবীদার শহীদুল ইসলাম জানিয়েছেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গাছটি বাজারের অর্থাৎ সরকারের। এ ব্যাপারে প্রশাসনই ভাল বলতে পারবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন সরকারী জায়গার গাছ কাটা হলে অবশ্যই এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:২৬   ৫০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ