বঙ্গ-নিউজ ডটকমঃকুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোটারদের লম্বা লাইন। ছবিটি সকাল সোয়া আটটায় তোলা। ছবি: তৌহিদী হাসানউত্সবমুখর পরিবেশের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে ১১৫টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল আটটা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত।
এরই মধ্যে ভোটাররা তাঁদের পছন্দের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ভোট দিতে জড়ো হয়েছেন কেন্দ্রগুলোতে।
তবে ভোট নেওয়া শুরুর দুই ঘণ্টার মধ্যেই কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ ও কয়েকটি জায়গায় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। মতলব দক্ষিণ উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী নুরুল হক সরকার নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নাটোর: জেলা শহরের পিটিআই স্কুলের কেন্দ্রে নতুন ভোটারদের নাম ভোটার তালিকায় না আসায় তাঁরা ভোট দিতে পারছেন না বলে অভিযোগ করেছেন। সকাল সাড়ে নয়টার দিকে কান্দিভিটার আবদুল আউয়ালের স্ত্রী রিপা পারভীন জানান, তিনি নতুন ভোটার হয়েছেন। ভোটার তালিকায় তাঁর নাম ওঠেনি। ভোট দিতে কেন্দ্রে গেলে নাম না থাকায় তাঁকে ভোট দিতে দেওয়া হয়নি।এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে জেলা রিটার্নিং অফিসার সাঈদ কুতুব বলেন, ভুলক্রমে অনেক নতুন ভোটারের নাম তালিকায় ওঠেনি। তবে এঁদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ তাঁদের নেই। ভোটাররা তাই নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সাতক্ষীরা: জেলার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফিউল আযম লেনিনের পক্ষে ব্যানার টানানোর সময় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের দুই কর্মী আহত হয়েছেন। তাঁরা হলেন উপজেলার নকিপুর গ্রামের মুজিবর রহমান গাজী ও তাঁর ছোট ভাই হাফিজুর রহমান গাজী।
বিদ্রোহী প্রার্থী শফিউল আযম লেনিন অভিযোগ করেন, তাঁর সমর্থক ওই কেন্দ্রে তাঁর প্রতীকের (চিংড়ি) ব্যানার টানাচ্ছিলেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের সমর্থিত আনিছুজ্জামান ও সাংসদ স ম জগলুল হায়দারের মদদপুষ্ট লোকেরা তাঁদের বেধড়ক মারপিট করে।
তবে জানতে চাইলে স্থানীয় সাংসদ স ম জগলুল হায়দার মারপিটের ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করলেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা জানান, বিষয়টি সম্পর্কে কেউ অভিযোগ করেনি। তিনি খোঁজ নিয়ে দেখবেন।
চাঁদপুর: মতলব উত্তর উপজেলার ৮৫টি ভোটকেন্দ্র থেকে বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। বিএনপি-সমর্থিত প্রার্থী নুরুল হক সরকার জানিয়েছেন, তিনি নিজেই ভোট দিতে পারেননি। একপর্যায়ে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন তিনি।
মতলব দক্ষিণ উপজেলার কমপক্ষে পাঁচটি কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে মতলব ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে আজ সকাল সাড়ে নয়টার দিকে বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মারতেও দেখা যায়। ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার প্রতিবাদে বিএনপি-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা হইচই শুরু করলে পুলিশ তাঁদের তাড়া করে। ওই কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা নুরুল্লাহ নুরি বলেছেন, তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।
ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কেন্দ্র দখল, ভোটদানে বাধা, সমর্থকদের মারধরসহ বিভিন্ন অভিযোগে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন ভূঁইয়া ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ বেলা পৌনে ১১টার দিকে এ ঘোষণা দেন তিনি।
এ ছাড়া ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের চৌমুহনী এলাকায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিএনপি-সমর্থিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে আজ সকালে পুলিশের ওপর হামলা হয়েছে। এতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সুমন ভক্ত জানান, একসঙ্গে বেশ কিছু ভোটার ওই কেন্দ্রের একটি কক্ষে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় কে বা কারা পুলিশের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ওই পুলিশ সদস্য আহত হন। এরপর ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
কুষ্টিয়া: কুমারখালী উপজেলার হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহেন্দ্রপুর, জোতপাড়া ও জয়রামপুর ভোটকেন্দ্রে ভোট কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ১৯-দলীয় চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম আনসার। তিনি প্রথম আলোকে বলেন, হাসিমপুর ভোটকেন্দ্রে প্রকাশ্যে আওয়ামী লীগের সমর্থকেরা ভোট কেটে নিচ্ছেন।
জানতে চাইলে হাসিমপুর ভোটকেন্দ্রের পিসাইডিং কর্মকর্তা এনামুল হক প্রথম আলোকে বলেন, ভোটকেন্দ্রে কোনো জাল ভোট দেওয়া হচ্ছে না।
কুমারখালীর সহকারী রিটার্নিং কর্মকর্তা সাহেলা আক্তার বলেন, ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। কোনো সমস্যা হচ্ছে না। সব জায়গা শান্ত আছে।
মেহেরপুর: গাংনী উপজেলায় নির্বাচন শুরুর পরপরই ভোলাডাঙ্গা কেন্দ্রের বাইরে হাতে বানানো কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সময় বশিরউদ্দিন, মোমিন, শফি ও গিয়াস নামের চারজন আহত হয়েছেন। তাঁদের গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া শালদাহ, মালসাদাহ, সাহারবাটি, জোড়পুকুরসহ বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমানের কর্মীরা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মাগুরা: মাগুরার শালিখা উপজেলার বয়রা-গোবরা পঞ্চপল্লি মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করতে যাওয়া পুলিশের কাছ থেকে একটি চাইনিজ এসএমজি চুরি হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন পুলিশ কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
চট্টগ্রাম: প্রত্যক্ষদর্শীরা জানায়, পটিয়ার জিরি মাদ্রাসার কেন্দ্রে যাওয়ার পথে আওয়ামী লীগ প্রার্থীদের ভোট না দিতে ভোটারদের প্রভাবিত করেন মাদ্রাসার ছাত্ররা। এ সময় আওয়াগী লীগের দুজন সমর্থক এর প্রতিবাদ করলে ছাত্ররা আবু কায়সার নামের একজনকে মাদ্রাসার ভেতরে নিয়ে পেটায়। পরে অন্যরা গিয়ে তাঁকে ছাড়িয়ে আনে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল ইসলাম গিয়ে পরিস্থিতি সামাল দেন।
নির্বাচন কমিশন গত ২৩ জানুয়ারি দ্বিতীয় ধাপে ১১৭ উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করে। এর মধ্যে স্থানীয় ধর্মীয় উত্সবের কারণে কক্সবাজারের মহেশখালীতে আজকের পরিবর্তে ১ মার্চ ভোট নেওয়া হবে। এ ছাড়া আদালতের নির্দেশে চাঁদপুরের হাইমচরের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
১১৫টি উপজেলায় চেয়ারম্যান পদে ৫০০, ভাইস চেয়ারম্যান ৫০৬ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে মোট ভোটার এক কোটি ৯৫ লাখ ৯২ হাজার ৮৬৮ জন। এঁদের মধ্যে নারী ভোটার ৯৭ লাখ ৮৭ হাজার ৭১৮ এবং পুরুষ ৯৮ লাখ পাঁচ হাজার ১৫০ জন।
বাংলাদেশ সময়: ১২:২৫:৩৮ ৪৫৮ বার পঠিত