কার্যকারিতা না থাকায় দুই নেত্রীর সংলাপ চেয়ে রুল খারিজ করলো হাইকোর্ট।

Home Page » জাতীয় » কার্যকারিতা না থাকায় দুই নেত্রীর সংলাপ চেয়ে রুল খারিজ করলো হাইকোর্ট।
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৪



image_55911high-cort.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ কার্যকারিতা না থাকায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি সংলাপে বসার বিষয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। দুই নেত্রীকে সংলাপে বসতে গত বছরের ২৭ মার্চ রুল জারি করেন হাইকোর্ট। অবাধ ও স্বচ্ছভাবে সংসদ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে দুই নেত্রী এবং তাদের জোটের নেতাদের মধ্যে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠানের কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে এ রুল জারি করেন বিচারপতি নিজামুল হক নাসিম ও বিচারপতি জাফর আহমদের বিশেষ বেঞ্চ।রুল জারির ৪ সপ্তাহের মধ্যে বিবাদীদের এ রুলের জবাব দিতে বলেন হাইকোর্ট। একই সঙ্গে রাজনৈতিক অধিকার অথবা কর্মকাণ্ডের নামে বেআইনিভাবে বোমা ও ককটেল নিক্ষেপ এবং গাড়ি-ঘোড়ায় অগ্নিসংযোগ ও ভাংচুর বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে স্বরাষ্ট্র সচিবের প্রতি রুল জারি করা হয়। দুই নেত্রীকে সংলাপে বসার নির্দেশনা চেয়ে দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে এসব রুল জারি করা হয়।

গত বছরের ১৪ মার্চ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. ইউনুস আলী আকন্দ। পরে ২০ মার্চ বিচারপতি নিজামুল হক নাসিম ও বিচারপতি জাফর আহমদের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে শুনানির সময় ব্যারিস্টার নাজমুল হুদাও এ রিটের পক্ষে শুনানি করবেন বলে আদালতকে অবহিত করেন। এরপর ২১ মার্চ রাষ্ট্রপতির মৃত্যুতে ছুটি থাকায় আর শুনানি হয়নি।

এদিকে ২১ মার্চের পরে ওই অবকাশকালীন বেঞ্চের এখতিয়ার না থাকায় আবেদনকারীরা প্রধান বিচারপতির কাছে রিট শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠনে আবেদন জানান। প্রধান বিচারপতি গত বছরের ১৬ সেপ্টেম্বর একই বেঞ্চকে বিশেষ বেঞ্চ হিসেবে গঠন করে এ রিট শুনানি করতে অনুমতি দেন। গত বছরের ২৯ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর এ রুলের শুনানিতে অংশ নেন আবেদনকারী ও সরকারপক্ষ। রিট আবেদনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট, নির্বাচন কমিশন (ইসি), বাংলাদেশ সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিবাদী করা হয়।

রিট আবেদনকারী ইউনুস আলী আকন্দ সে সময় বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে হরতাল-অবরোধ হচ্ছে। এ হরতাল-অবরোধের কারণে সম্প্রতি দেড় শতাধিক মানুষ মারা গেছেন। ১৬ কোটি মানুষের স্বার্থে রাজনৈতিক সঙ্কট থেকে উত্তরণ, আগামী সাধারণ নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ স্বচ্ছ ও গ্রহণযোগ্য করা এবং রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান পরিত্যাগ করে দুই নেত্রীকে নিয়ে রাজনৈতিক সংলাপ শুরু করতে নির্দেশনা প্রার্থনা করছি। তৎকালীন পরিস্থিতির আলোকে এ রুল জারি করা হয়। বর্তমানে সে পরিস্থিতি না থাকায় রুলটিও অকার্যকর হয়ে পড়েছে বিবেচনায় মঙ্গলবার তা খারিজ করে দিলেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১৩:২৪:০৩   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ