যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণে ৯৪৬ বিলিয়ন ডলার ব্যয় করবে

Home Page » জাতীয় » যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণে ৯৪৬ বিলিয়ন ডলার ব্যয় করবে
রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫


যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র

বঙ্গ-নিউজ: যুক্তরাষ্ট্রের পারমাণবিক সামরিক শক্তির রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণে আগামী এক দশকে (২০২৫-২০৩৪) মোট ৯৪৬ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে বলে জানিয়েছে দেশটির কংগ্রেশনাল বাজেট অফিস (সিবিও)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রকাশিত সিবিও’র দ্বিবার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

‘প্রজেক্টেড কস্টস অব ইউএস নিউক্লিয়ার ফোর্সেস’ শিরোনামের প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও শক্তি মন্ত্রণালয়ের বাজেট পরিকল্পনার ভিত্তিতে তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুসারে, ২০২৫ সাল থেকে ২০৩৪ সাল পর্যন্ত এই খাতে বছরে গড়ে প্রায় ৯৫ বিলিয়ন ডলার ব্যয় হবে। এর মধ্যে শুধুমাত্র বর্তমান পারমাণবিক অস্ত্রভাণ্ডার রক্ষণাবেক্ষণের জন্যই ব্যয় ধরা হয়েছে ৩৫৭ বিলিয়ন ডলার।

সিবিও আরও জানায়, এই সময়ের মধ্যে অস্ত্র ব্যবস্থার উন্নয়নে ৩০৯ বিলিয়ন ডলার, কমান্ড, নিয়ন্ত্রণ, যোগাযোগ এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থার জন্য ৭৯ বিলিয়ন ডলার এবং বিভিন্ন গবেষণাগার ও সংশ্লিষ্ট যন্ত্রপাতির জন্য ৭২ বিলিয়ন ডলার খরচ করা হবে। এছাড়া, অপ্রত্যাশিত বা অতিরিক্ত খরচ মোকাবিলার জন্য আরও ১২৯ বিলিয়ন ডলার সংরক্ষিত রাখা হবে।

যুক্তরাষ্ট্রের পারমাণবিক বাহিনী বর্তমানে বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রের সমন্বয়ে গঠিত, যার মধ্যে রয়েছে পরমাণু শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল বহনকারী সাবমেরিন, ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম), দূর ও স্বল্প পাল্লার বোমারু বিমান এবং বিপুল সংখ্যক পারমাণবিক ওয়ারহেড।

উল্লেখ্য, অনলাইন পরিসংখ্যান পোর্টাল স্ট্যাটিস্টার জানুয়ারি ২০২৪ সালের তথ্য অনুযায়ী, বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ১২,১২১টি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের দখলেই রয়েছে ৫,০৪৪টি ওয়ারহেড।

বাংলাদেশ সময়: ২০:৩৪:৪৭ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ