
বঙ্গ-নিউজ: গতকাল স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে অধ্যাপক ইউনূস রোমে পৌঁছান। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভ্যাটিকান সিটিতে প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সেন্ট পিটার্স ব্যাসিলিকায় সর্বসাধারণের শ্রদ্ধার জন্য পোপের মরদেহ শায়িত রাখা হয়েছে, যেখানে প্রধান উপদেষ্টা এই শ্রদ্ধা জানান।
পরে সেন্ট পিটার্স স্কয়ারে ভ্যাটিকান সিটির মহামান্য কার্ডিনাল মাউরো গাম্বেত্তি আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ প্রতিনিধিদলকে স্বাগত জানান।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, অধ্যাপক ইউনূস শনিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে আবারও সেন্ট পিটার্স স্কয়ারে যাবেন।
উল্লেখযোগ্য যে, প্রয়াত পোপ ফ্রান্সিস বিশ্বজুড়ে প্রান্তিক মানুষের জন্য অধ্যাপক ইউনূসের কাজের এবং তার ‘তিন শূন্য পৃথিবী’ (শূন্য বেকারত্ব, শূন্য দারিদ্র্য এবং শূন্য কার্বন নিঃসরণ) দর্শনের একজন বড় সমর্থক ছিলেন। ভ্যাটিকান ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূসের সঙ্গে রোমে একটি যৌথ ‘তিন শূন্য উদ্যোগ’ও চালু করেছিল।
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের পর প্রধান উপদেষ্টা রবিবার সকাল ৮টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দর ত্যাগ করবেন। সোমবার ভোরে তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।