বাণিজ্যযুদ্ধ চলছে,তবুও যুক্তরাষ্ট্রকে চাঁদের পাথর দেখাবে চীন

Home Page » জাতীয় » বাণিজ্যযুদ্ধ চলছে,তবুও যুক্তরাষ্ট্রকে চাঁদের পাথর দেখাবে চীন
শুক্রবার ● ২৫ এপ্রিল ২০২৫


২০২০ সালে চাং’ই-৫ মিশনের মাধ্যমে চাঁদের পাথর

বঙ্গ-নিউজ: বাণিজ্যযুদ্ধ চলছে দুই দেশের মধ্যে। তারপরও চাঁদ থেকে আনা পাথর পরীক্ষা-নিরীক্ষা করে দেখার জন্য যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের অনুমতি দিচ্ছে চীন। বৃহস্পতিবার বেইজিং এ কথা জানিয়েছে। খবর বিবিসির।

চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) জানিয়েছে, ২০২০ সালে চাং’ই-৫ মিশনের মাধ্যমে চাঁদের পাথরসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে এনেছে চীন। সংগৃহীত চন্দ্র নমুনাগুলো দেখতে যুক্তরাষ্ট্রসহ ছয়টি দেশের বিজ্ঞানীদের অনুমতি দিয়েছে চীন।

চন্দ্রনমুনা পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি এবং স্টনি ব্রুক ইউনিভার্সিটির বিজ্ঞানীদের প্রবেশাধিকার দিচ্ছে চীন। প্রতিষ্ঠান দুটি নাসার অর্থায়নে পরিচালিত। এছাড়াও ফ্রান্স, জার্মানি, জাপান, পাকিস্তান, যুক্তরাজ্যের প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানীরা চন্দ্রনমুনা পরীক্ষার সুযোগ পাবেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে বাণিজ্যযুদ্ধ চলছে চীনের। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্য আমদানিতে অনাকাঙ্খিতভাবেই ২৪৫% পর্যন্ত শুল্ক আরোপ করেছেন। পাল্টা বেইজিং মার্কিন পণ্যের ওপর ১২৫% শুল্ক আরোপ করেছে।

শুল্কযুদ্ধের উত্তেজনা সত্ত্বেও চন্দ্র নমুনা পরীক্ষায় মার্কিন প্রবেশাধিকার দেওয়ার বিষয়ে সিএনএসএ প্রধান শান ঝংদে বলেন, নমুনাগুলো সমস্ত মানবতার জন্য ভাগ করা একটি সম্পদ। আমি বিশ্বাস করি এতে মহাকাশে চীনের বন্ধুদের বলয় বৃদ্ধি পাবে।

শান ঝংদে আরও বলেন, চীনা মহাকাশ গবেষণা সংস্থা আন্তর্জাতিক মহাকাশ বিনিময় ও সহযোগিতায় সক্রিয় ও উন্মুক্ত অবস্থান বজায় রাখবে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে মহাকাশ তথ্য করিডোরও এরমধ্যে রয়েছে।

যদিও মার্কিন আইন প্রণেতাদের আরোপিত বিধিনিষেধের কারণে চীনা গবেষকরা নাসার চাঁদের নমুনাগুলো দেখার সুযোগ পান না। ২০১১ সালের মার্কিন আইন অনুসারে, কংগ্রেস কর্তৃক বিশেষভাবে অনুমোদিত না হলে চীন বা চীনা মালিকানাধীন কোনও কোম্পানিকে সহযোগিতা করতে পারবে না নাসা।

তবে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্পেস পলিসি ইনস্টিটিউটের সাবেক পরিচালক জন লগসডন বলেন, চাঁদের পাথরের সর্বশেষ বিনিময়ের সঙ্গে রাজনীতির সম্পর্ক খুব কমই। বিজ্ঞানে আন্তর্জাতিক সহযোগিতাই স্বাভাবিক।

বাংলাদেশ সময়: ২০:৩৫:০৩ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ