ডোমিঙ্গোতে নাইটক্লাবের ছাদ ধস, ৭৯ জন নিহত, আহত ১৬০ জন

Home Page » জাতীয় » ডোমিঙ্গোতে নাইটক্লাবের ছাদ ধস, ৭৯ জন নিহত, আহত ১৬০ জন
বুধবার ● ৯ এপ্রিল ২০২৫


সংগৃহীত ছবি- ডোমিঙ্গোতে নাইটক্লাবের ছাদ ধস,আহতদের আহাজারি

বঙ্গ-নিউজ: ক্যারিবিয়ান দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে একটি নাইটক্লাবের ছাদ ধসে কমপক্ষে ৭৯ জন নিহত এবং ১৬০ জনেরও বেশি আহত হয়েছেন। এ সময় ক্লাবটিতে একজন জনপ্রিয় গায়কের কনসার্ট চলছিল। খবর বিবিসি ও আল জাজিরার।

কর্মকর্তারা জানিয়েছেন, সান্তো ডোমিঙ্গোর জেট সেট নাইটক্লাবে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে জনপ্রিয় মেরেঙ্গু গায়ক রুবি পেরেজের একটি কনসার্ট চলছিল। কনসার্টে এক হাজারের মতো দর্শক-শ্রোতা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই ভবনের ছাদ ধসে পড়ে। এতে অসংখ্য মানুষ হতাহত এবং চাপা পড়েন। উদ্ধারকারীরা এখন পর্যন্ত ৭৯ লাশ উদ্ধার করেছেন। আহত অবস্থায় ১৬০ জনকে ধ্বংসস্তুপ থেকে বের করে আনা হয়েছে।

নিহতদের মধ্যে প্রাদেশিক গভর্নর নেলসি ক্রুজও এবং সাবেক মেজর লীগ বেসবল খেলোয়াড় অক্টাভিও ডোটেল রয়েছেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে ৫১ বছর বয়সী ডোটেল মারা যান। আহত হয়েছেন গায়ক রুবি পেরেজ।

ক্লাবের ভেতরে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, রুবি পেরেজ গান গাওয়ার সময় মঞ্চের সামনে টেবিলে বসে থাকা এবং পিছনের লোকজন সঙ্গীতের তালে তালে নাচছেন। এ সময় ছাদ ধসে পড়ে।

রুবি পেরেজের ব্যান্ডের একজন সদস্য স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সোমবার রাত ১টার দিকে ধসের সময় ক্লাবটি লোকে পরিপূর্ণ ছিল। তিনি বলেন, আমি প্রথমে ভেবেছিলাম এটি একটি ভূমিকম্প।

ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের (সিওই) পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ বলেন, ধসে পড়া ছাদের নিচে চাপা পড়া অনেকেই এখনও বেঁচে আছেন। প্রায় ৪০০ উদ্ধারকারী জীবিতদের সন্ধান করছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জেট সেট হচ্ছে সান্তো ডোমিঙ্গোর একটি জনপ্রিয় নাইটক্লাব যা প্রতি সোমবার সন্ধ্যায় নিয়মিতভাবে নৃত্য সঙ্গীত কনসার্টের আয়োজন করে। রাজনীতিবিদ, ক্রীড়াবিদ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকেন।

এ ঘটনায় শোক জানিয়েছেন ডোমিনিকান প্রেসিডেন্ট লুইস আবিনাদার । তিনি ঘটনার পরপরই অকুস্থলে উপস্থিত হন।

বাংলাদেশ সময়: ১৯:৪০:৫২ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ