
বঙ্গনিউজঃ গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের প্রতিবাদে প্রতিষ্ঠানটির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সামনে বিক্ষোভ করেন দুই কর্মী—ইবতিহাল আবুসাদ ও বানিয়া আগারওয়াল। এই অভিযোগে তাদেরকে বরখাস্ত করেছে মাইক্রোসফট।
গত ৪ এপ্রিল ওয়াশিংটনে মাইক্রোসফটের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে এআই বিভাগের সিইও মুস্তাফা সুলেমানের বক্তব্য চলাকালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইবতিহাল আবুসাদ মঞ্চের দিকে এগিয়ে গিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনে মাইক্রোসফটের ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, ইসরায়েলের অস্ত্র উন্নত করতে এবং সাধারণ মানুষকে মারতে এআই সরবরাহ করা হচ্ছে। এ সময় তিনি মঞ্চে ফিলিস্তিনের প্রতীক কিফায়া ছুড়ে মারেন এবং চিৎকার করে গণহত্যা বন্ধের দাবি জানান।
অনুষ্ঠানের অন্য অংশে বিল গেটস, স্টিভ বালমার ও সত্য নাদেলা যখন মঞ্চে ছিলেন, তখন বানিয়া আগারওয়াল নামে আরেক কর্মী তাদের ‘ভণ্ড’ বলে ধিক্কার জানান এবং পরে চাকরি ছেড়ে দেন।
ঘটনার পর মাইক্রোসফট বাক্স্বাধীনতার প্রতি তাদের বিশ্বাসের কথা জানায়। তবে কর্মীদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন এপিকে নিশ্চিত করেছে, প্রতিবাদী দুই কর্মীকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের চিঠিতে একজনকে অনুষ্ঠানে ব্যাঘাত ঘটানোর জন্য অভিযুক্ত করা হয়েছে এবং অন্য কর্মীকে নির্ধারিত সময়ের আগেই চলে যেতে বলা হয়েছে, যিনি ইতিমধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।
চলতি বছরের শুরুতে এপির এক অনুসন্ধানে জানা যায়, ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজা ও লেবাননে বোমা হামলার লক্ষ্য নির্ধারণে এআই প্রযুক্তি সরবরাহ করেছে মাইক্রোসফট।