
বঙ্গ-নিউজ: ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাংলাদেশের রপ্তানি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপের প্রতিক্রিয়ায়, বাংলাদেশ সরকার আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রে দুটি চিঠি পাঠাবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন।
একটি চিঠি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো হবে। অন্য চিঠিটি বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে মার্কিন বাণিজ্য দপ্তরে প্রেরণ করা হবে।
চিঠি দুটিতে বাংলাদেশের কর্মপরিকল্পনা ও ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণের বিষয় উল্লেখ করা হবে। সরকার দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশি পোশাক খাতের প্রতিযোগিতামূলক উন্নয়ন, মার্কিন পণ্য ও সেবা আমদানি বৃদ্ধি এবং বাণিজ্যিক বাধা দূরীকরণের মাধ্যমে এই পরিস্থিতি মোকাবেলা করতে চায়।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপদেষ্টা, ব্যবসায়ী প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের সঙ্গে কথা বলেছেন এবং বাংলাদেশের চিন্তাধারার সঙ্গে তাদের মিল রয়েছে বলে জানিয়েছেন।
ব্যবসায়ী নেতারা সরকারের পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন এবং বাংলাদেশের জন্য নতুন বাজার খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।