ভযাবহ ভুমিকম্পে বিপর্যস্ত মায়ানমার, মৃত ছাড়াল ১০০০

Home Page » জাতীয় » ভযাবহ ভুমিকম্পে বিপর্যস্ত মায়ানমার, মৃত ছাড়াল ১০০০
শনিবার ● ২৯ মার্চ ২০২৫


সংগৃহীত ছবি- ভুমিকম্পে ধসেপড়া একটি প্যাগোডা

বঙ্গ-নিউজ: গতকাল এক ভযাবহ ভুমিকম্পে বিপর্যস্ত মায়ানমার। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মান্দালায়। ভুমকম্পের মাত্রা ছিল ৭.৭ ।  শক্তিশালী ‍ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। শুক্রবারের এ ভূমিকম্পে দেশটিতে আহত হয়েছে আরও দুই হাজারের বেশি মানুষ। এই ভূমিকম্পে থাইল্যান্ডেও শতাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।

থাইল্যান্ড, ভারত, চীন ও বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতেও অনুভূত হয়েছে এই ভূমিকম্প।

মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে বেশির ভাগ ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়েই।

মিয়ানমার জান্তা সরকার আজ শনিবার সকালে জানিয়েছে, মৃতের সংখ্যা এখন ১,০০২ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছে ২,৩৭৬ জন।

উদ্ধারকর্মীরা এখনও মান্দালয়ে ধসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তুপে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। ধ্বংসস্তুপে চাপা পড়ে থাকা জীবিতদের খুঁজে বের করার জন্য লড়াই করছেন তারা।

মান্দালয়ে উদ্ধারকারীদের একটি দল বলেছে, আমরা প্রায় খালি হাতেই ধ্বংসস্তুপ খুঁড়ে মানুষ বের করছি।

মিয়ানমারের জান্তা সরকার আন্তর্জাতিক সাহায্যের আবেদন করেছে। এরইমধ্যে চীন ও ভারত সহায়তা পাঠানোর প্রস্তুতি নিয়েছে।

এদিকে ব্যাংককে একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে পড়ার পর সেখানে উদ্ধার অভিযান চলছে। স্থানীয় সরকারি কর্মকর্তাদের মতে, প্রায় ১০০ জন নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছেন এবং এখন পর্যন্ত ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:২৩:৩৮ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ