খালেদ মাহমুদের কবিতা - “স্বাধীন ফিলিস্তিনের আকাশে উড়ুক স্বাধীকারের পতাকা”

Home Page » সাহিত্য » খালেদ মাহমুদের কবিতা - “স্বাধীন ফিলিস্তিনের আকাশে উড়ুক স্বাধীকারের পতাকা”
শুক্রবার ● ২১ মার্চ ২০২৫


স্বাধীন ফিলিস্তিনের পতাকা

একটি মানবশিশু
আমাজন জঙ্গলের কোন অপরিচিত মুখ নয়
অন্য কোন প্রাণীর আদলও নয়;
একটি মানবশিশুর জন্ম মানে
তার একটি দেশ
তার একটি জাতি
তার একটি পরিবার
তার একটি ভূমি থাকবে।
যৌক্তিক অধিকার নিয়ে
জন্ম নেয় একটি মানবশিশু
যার জন্য প্রস্ফুটিত এ বিশ্বচরাচর।
গাজা কিংবা ফিলিস্তিনে জন্ম নেয়া
মানবশিশু বৃত্তের বাইরের কোন
অস্তিত্ব নয় যে
তার রক্তাক্ত মাংসপিণ্ডকে নিয়ে
রংতামাশা করার অধিকার
কেউ অর্জন করেছে।
একটি দেশ
একটি জাতি
একটি পরিবার
একটি ভূমি
তার আজন্ম অধিকার!
স্বাধিকারের মন্ত্র পড়ে যারা
গরম করে মঞ্চ
আর গাজায় পড়েনা যাদের দু’চোখ
তারা মানবজাতির শত্রু!
শিশুদের গোঙানিতে
ঘুম হারাম হয়না তাদের
সময়ের বেশরম নিমকহারাম তারা!
ধর্মের দোহাই দিয়ে
ধ্বংস করে
যারা শিশুদের ভবিষ্যৎ
ধর্ম দেশ কুটনীতি
রাজনীতির দোহাই দিয়ে
যারা পাশে দাঁড়াতে পারেনা শিশুদের
লড়াই হউক তাদের বিরুদ্ধে!
মানবজাতির শত্রুর বিরুদ্ধে হউক
মুক্তির লড়াই!
স্বাধীন ফিলিস্তিনের আকাশে উড়ুক
স্বাধীকারের পতাকা!
খালেদ মাহমুদ

বাংলাদেশ সময়: ১৪:০৫:৫০ ● ৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ