ক্যাম্প ন্যুর উদ্বোধনেই বার্সায় ফিরছেন মেসি?

Home Page » খেলা » ক্যাম্প ন্যুর উদ্বোধনেই বার্সায় ফিরছেন মেসি?
বুধবার ● ১৯ মার্চ ২০২৫


লিওনেল মেসি

বঙ্গনিউজ : ফুটবল বিশ্বে কি আবার সেই অবিশ্বাস্য দৃশ্য দেখা যাবে? ফুটবল বিশ্বের রাজা লিওনেল মেসি ফিরছেন বার্সেলোনায়! কাতালান ক্লাবটি নাকি ক্যাম্প ন্যু-এর নতুন অধ্যায় শুরুর মুহূর্তে স্বপ্নের নায়ককে ফিরিয়ে আনার প্রস্তুতি শুরু করেছে! আগামী বিশ্বকাপের পরই নাকি মেসির স্বপ্নের প্রত্যাবর্তন হতে পারে, এমনটাই জানিয়েছে টিএনটি স্পোর্টস।

২০২১ সালে আর্থিক সংকটের কারণে বার্সেলোনা ছেড়ে যেতে হয়েছিল লিওনেল মেসিকে। এরপর তিনি পিএসজি হয়ে বর্তমানে খেলছেন মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। তবে তিন বছর পরও কাতালান ক্লাবের সঙ্গে মেসির সম্পর্ক অটুট রয়েছে, আর সেই সম্পর্ককে আরও দৃঢ় করতে নতুন পরিকল্পনা সাজাচ্ছে বার্সেলোনা।

টিএনটি স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, বার্সা ধীরে ধীরে এক মহাপরিকল্পনার পথে হাঁটছে—২০২৬ বিশ্বকাপের পর ক্যাম্প ন্যু-এর নতুন রূপে ফেরানো হবে ক্লাবের সর্বকালের সেরা খেলোয়াড়কে!

বর্তমানে বার্সেলোনা তাদের ঐতিহাসিক স্টেডিয়াম ক্যাম্প নু-এর সংস্কার কাজে ব্যস্ত। নতুন ও আধুনিক স্পটিফাই ক্যাম্প ন্যু-এর কাজ ২০২৬ সালের গ্রীষ্মে শেষ হবে বলে আশা করা হচ্ছে। এই ঐতিহাসিক মুহূর্তেই বার্সেলোনার স্বপ্ন, ক্লাবের কিংবদন্তিকে ফিরিয়ে আনা।

ক্যাম্প ন্যুর উদ্বোধনেই বার্সায় ফিরছেন মেসি?
মেসির এক ম্যাচই বদলে দিয়েছে জ্যামাইকার অর্থনীতির চিত্র
মেসি ও বার্সেলোনার সম্পর্ক শুধুই একটি অধ্যায় নয়, বরং এটি ফুটবল ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। কাতালানদের হয়ে ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস লিগ জেতা মেসির প্রত্যাবর্তন সত্যিই হবে রূপকথার মতো!

তবে এখনই বার্সেলোনায় ফেরা হচ্ছে না মেসির। আপাতত তিনি ইন্টার মায়ামির হয়ে এমএলএস মাতাতে ব্যস্ত। সম্প্রতি আর্জেন্টিনা দলে চোটের কারণে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, তবে দ্রুতই মাঠে ফিরবেন ক্লাবের হয়ে।

বার্সা যদি সত্যিই মেসিকে ফেরানোর জন্য পরিকল্পনা শুরু করে, তাহলে ফুটবল দুনিয়া আবারো এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের সাক্ষী হতে চলেছে! ক্যাম্প ন্যু-এর উদ্বোধনী রাতে বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসির মাঠে নামার মুহূর্তটি যে স্বপ্নের মতো হবে, তা বলাই বাহুল্য!

বাংলাদেশ সময়: ১৯:২০:৪১ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ