তানজীনা ফেরদৌস এর নতুন কবিতা “চাঁদের মতো নিঃসঙ্গ ”

Home Page » সাহিত্য » তানজীনা ফেরদৌস এর নতুন কবিতা “চাঁদের মতো নিঃসঙ্গ ”
বুধবার ● ১৯ মার্চ ২০২৫


 ‘চাঁদের মতো নিঃসঙ্গ’ কবিতার কবি তানজীনার প্রতিকৃতি

তুমি যেন বংশীবাদক যতক্ষণ বাঁশি বাজাও
ততক্ষনই ঘোরে থাকি।
তুমি চাইলেই রাত নেমে আসে, চাইলেই ভোর।
তাই তো তোমার প্রিয় খেলা যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় প্রথম স্থানধারী আমিই।
যেমন চেয়েছো তেমনই হয়েছি তবু…
দু-একটা মূহুর্ত হেসেছো কেবল ছলনায়।
প্রতীক্ষা করেছি ছলনা ছেড়ে ফিরে আসার,
গভীর হৃদয়ে ক্ষত ফেটে পড়ে গর্জনে কেঁপে ওঠে রাত।
প্রতিক্ষার চাঁদ মরে গেলে, প্রেম খোঁজে না কোনো শরীর।
রক্তবীজে জন্ম নেয় না কোন উদ্দীপনা
বৃষ্টি নির্জনতায় মৃত্যু হয়ে বেঁচে থাকে সমস্ত উঞ্চতা।
প্রশ্ন জাগে মনে, বাতাসের বনে আমিই কি কেবল শূন্য হাতে এসেছি!
এতো প্রেম নিয়েও চাঁদের মতো নিঃসঙ্গ আর কাউকে তো দেখিনি!

বাংলাদেশ সময়: ১৬:২৪:০২ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ