
বঙ্গনিউজ : মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।
শরিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে একটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে শিশুটিকে সিএমএইচে নেয়া হয়।
এর আগে বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের উপ-পরিচালক আশরাফুল আলম বলেন, মেডিকেল বোর্ডের সুপারিশে ও সমাজ কল্যাণ উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে শিশুটিকে ঢাকা সিএমএইচ এ স্থানান্তরের ব্যবস্থা নেয়া হচ্ছে। মেডিক্যাল টিম ও কার্ডিয়াক অ্যাম্বুলেন্স রয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা জেলা সদরের নান্দুয়ালী মাঠপাড়ায় বোনের শ্বশুরের ধর্ষণের শিকার হয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিশুটি। নির্যাতনের পর তাকে উদ্ধার করে প্রথম জেলা সদর হাসপাতালে নেয়া হয়। এরপর সেখান থেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢামেকে নেয়া হয়।
মাগুরার সেই শিশুটির জীবন অতি সঙ্কটে, চিকিৎসার ব্যয় মেটাবে ঢামেকমাগুরার সেই শিশুটির জীবন অতি সঙ্কটে, চিকিৎসার ব্যয় মেটাবে ঢামেক
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থা খুবই খারাপ। তার জিসিএসের মাত্রা চারে নেমে এসেছে। শারীরিক অবস্থা অতি সঙ্কটাপন্ন, এখনও জ্ঞান ফেরেনি।
মাগুরার সেই শিশু ও পরিবারের পাশে তারেক রহমানমাগুরার সেই শিশু ও পরিবারের পাশে তারেক রহমান
তালা ভেঙে সাবেক এমপির বাড়িতে ‘পাগল’ নিয়ে উঠলেন সাবেক ‘সমন্বয়ক’তালা ভেঙে সাবেক এমপির বাড়িতে ‘পাগল’ নিয়ে উঠলেন সাবেক ‘সমন্বয়ক’
তিনি জানান, হত্যার চেষ্টার সময় শিশুটি গলাতে যে আঘাত পেয়েছে সেটার জন্য নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। শরীরে জ্বর আছে এবং নিউমোনিয়ার সম্ভাবনা রয়েছে।
শিশুটির মৃত্যু নিয়ে কাউকে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, সবাই তার জন্য দোয়া করুন।