বি. পি. শাকিলা জান্নাত এর কবিতা - “ভয়”

Home Page » সাহিত্য » বি. পি. শাকিলা জান্নাত এর কবিতা - “ভয়”
শুক্রবার ● ৭ মার্চ ২০২৫


ভয়

জ্ঞানশূন্য মস্তিষ্ক অদ্য

কেবলই রহিয়াছে ভয়,

মলিন হইয়াছে চিত্ত আজি

যদ্যপি করিতে না পারি জয়!

চক্ষু মেলিয়া যত দূর দেয় দৃষ্টি,

ধু ধু বালি কণায় আবৃত

কেবলই হয় শুধু ভয় সৃষ্টি।

আসে কেবলই আপনার প্রতি ধিক্কার

যদি হইয়া যায় চিত্ত মলিন,

তবে কে শুনিবে এ আত্নচিৎকার।

চাহিয়াছি গগন পানে,

আজও তো বুঝিনি তবে

এ ব্যর্থতার মানে?

চক্ষু ফেলিলে সঙ্গী হয় ধু ধু বালি

আজি এ গাত্রে কেন লাগিল

এমনি ব্যর্থতার কালি!

চিত্ত আজ ভগ্নছন্ন

কে বাজায় এ বিষাদ করতালি?

এ বিষাদের ভার আর নাহি নিতে পায়

কবে জুটিবে সফলতার ঠাই?

চিত্ত বাজে বিষাক্ত ছটপটানি,

বিয়োগ ঘটিয়াছে সুখ

গহীন চিত্তে কেন বা বাজে

এমনি কঠোর দুখ?

হইয়াছে আজি হৃদয় ভগ্ন

শুরু কেবলই শোকের লগ্ন।

ভেঙে ফেল সেই হৃদয় কপাট

ভেঙে ফেল সেই শঙ্ক,

ভেঙে ফেল সেই তিমির বিষাদ

ভেঙে ফেল সেই অহেতুক ভয়,

তোমারি চরণে লুটিয়ে পরিবে

এ বিশ্ব জাহানের জয়।

লাগাও তালা ভয়ের কপাটে,

দগ্ধ হোক হৃদয় লোপাটে

বন্ধ কর বিষাদ ক্রন্দন ,

জালিয়ে দাও অগ্নি শিখা

ধ্বংস হোক মলিন রেখা,

খুলিয়া দাও বন্ধ কপাট,

স্থির করে দাও নেত্রবারি

জব্দ হোক লোপাটকারী।

আমিও যদি করি দ্রোহ,

মরবে তারা অহরহ

চাহিয়া দেখ আমারি চোখে,

অগ্নি শিখা আর বহ্নি,

অদ্য যুদ্ধক্ষেত্রে নামিয়াছি

আপনারি জন্যি।

শাকিলা জান্নাত

বাংলাদেশ সময়: ১১:৪২:৩৪ ● ১৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ