মারিয়া শাইরি এর কবিতা - ” প্রিয়দর্শিনী ”

Home Page » সাহিত্য » মারিয়া শাইরি এর কবিতা - ” প্রিয়দর্শিনী ”
বৃহস্পতিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৫


 প্রিয়দর্শিনী

এ বার বসন্তে তার ফেরার কথা ছিল,
কিন্তু সে ফিরল না !

দুখি-অভিমানী একগাল হেসে
বললাম প্রিয় আমার –

যাবো কি তোমার তালাশে ?
নাকি তুমি অতি নিকটে ?

বিরহজ্বালা যত বেদনা
সবই লিখে ফেললাম ডায়েরিতে

লিখতে লিখতে কথা
ডায়েরির পাতা হয়ে গেল ফাঁকা
তবু সে ফিরল না !

আমি অভিমানী তার প্রিয়দর্শিনী।

মনে কি পড়ে না আমাকে –
শুধুই কি কাঁদবো শ্রাবণের ধারাতে !

অশ্রুসিক্ত বেদনাবিদ্ধ
ফেলে আসা স্মৃতি যতো

সবই কেবল মায়া - মমতা
ক্ষত আর বিক্ষত।

বাংলাদেশ সময়: ১১:২৭:২০ ● ১০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ