বঙ্গনিউজ ডেস্কঃ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দাভোস সম্মেলনে কানাডাকে যুক্তরাষ্ট্রের একটি রাজ্য হওয়ার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক ব্যবসায়িক নেতাদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। তার এই বক্তব্যের ৮৫-সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে।
কানাডার সঙ্গে ঋণের বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের কানাডার সঙ্গে দীর্ঘদিন ধরে একটি বড় ঋণের সম্পর্ক রয়েছে, যা আমরা আর বহাল রাখতে চাই না।’
ট্রাম্প বলেন, ‘আপনারা সম্ভবত এটা জানেন, তাও বলছি, চাইলেই আপনারা অঙ্গরাজ্য হতে পারেন। আর যদি অঙ্গরাজ্য হতে সম্মত হন, তাহলে আর কোনো বাণিজ্যিক ঘাটতি থাকবে না। আপনাদের পণ্যে শুল্ক আরোপেরও প্রয়োজন থাকবে না।’
তিনি অভিযোগ করেন, কানাডার সঙ্গে কাজ করা সব সময়ই ঝামেলার। তিনি আরও উল্লেখ করেন, কানাডার পণ্য ‘যুক্তরাষ্ট্রের দরকার নেই’।
‘গাড়ি নির্মাণের জন্য তাদেরকে দরকার নেই আমাদের। তাদের কাঠেরও দরকার নেই, কারণ যুক্তরাষ্ট্রে বনের অভাব নেই। তাদের তেল-গ্যাসেরও প্রয়োজন নেই’, যোগ করেন ট্রাম্প।
ট্রাম্পের এই বক্তব্য কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে নতুন আলোচনার জন্ম দিতে পারে।
তবে এ ক্ষেত্রে মার্কিনিদের জনমত ভিন্ন। রয়টার্স, ওয়াল স্ট্রিট জার্নাল ও ইকোনোমিস্টের জরিপে জানা গেছে, মার্কিনিরা একেবারেই চান না কানাডা, যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত হোক।
অপরদিকে, কানাডিয়দের মধ্যে পরিচালিত ইপসোসের এক জরিপে দেখা গেছে, ৪৩ শতাংশ নাগরিক যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার বিষয়টিতে আগ্রহী। তবে তারা শর্ত দিয়েছেন, এ ক্ষেত্রে তাদেরকে মার্কিন নাগরিকের মর্যাদা দিতে হবে।