মোছা:ছুরাইয়া আফরিনের কবিতা - আমি সংগ্রামী

Home Page » সাহিত্য » মোছা:ছুরাইয়া আফরিনের কবিতা - আমি সংগ্রামী
বৃহস্পতিবার ● ২৩ জানুয়ারী ২০২৫


 আমি সংগ্রামী

আমি ছাত্র, আমি মিত্র, আমি অস্ত্র, আমি মৃত্যু, আমি স্বপ্ন ধরে রাখব অসহায় জীবনের জন্য।
আমি সংগ্রাম,আমি তুফান, আমি করব অর্জন শূন্য থেকে পূৰ্ণ ।
আমি বজ্র, আমি সাইক্লোন, আমি আনব স্বস্তি।
আমি কালো মেঘ হয়ে নামব রাজপথে।
জীবনের বিনিময়ে আনব মুক্ত বাতাস ।
আমি চোখের জলে নয় রক্ত দিয়ে প্রতিষ্ঠা করে যাবো সত্যকে।
আমি বিশ্ববিদ্যালয়ে গড়ে তুলি স্বপ্নের স্বপ্ন আলয়। আমি বিশ্ববিদ্যালয় ভেঙে চুরে করি তচনচ।
আমি অন্যায়ের প্রতিবাদে বজ্র ঝড়,
ভেঙে চুরে করে দেব ছারখার।
আমি প্রতিবাদি,আমি স্বপ্ন ভালো বাসি ।
আমি মেঘমুক্ত আকাশ, চাঁদের আলোয় ভরা জ্যোৎস্না রাত।
আমি বন্যা ধুয়ে মুচে পরিবেশ করে যাবো ছাপ৷ আমি জোয়ারের বান,আমি শৈলশিরা
আমি করে যায় সাবধান, অন্যায় মহাজনকারী মুক্ত বাতাসে নিশ্বাস নিয়ে বেচে থাকতে দাও আমাকে।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:০৬ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ