বঙ্গনিউজ : দিক পরিবর্তন করে নতুন এলাকার দিকে ধাবিত হচ্ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের দাবানল। আগুনের কারণে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুড়ে ছাই হয়ে গেছে ৪০ হাজার একরেরও বেশি এলাকা। আগুনের গ্রাসে পুরোপুরি ভস্মীভূত হয়েছে অন্তত ১২ হাজার বাড়িঘর। উদ্বাস্তু হয়েছে এক লাখেরও বেশি মানুষ।
রোববার রয়টার্সের সর্বশেষ খবরে বলা হয়েছে, অগ্নি নির্বাপক কর্মীরা একদিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও অন্যদিকে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। দাবানল দিক পরিবর্তন করে শহরের অন্যতম আকর্ষণীয় এবং অভিজাত এলাকার দিকে ছড়িয়ে পড়ছে।
রয়টার্স জানিয়েছে, শুক্রবার রাতে বাতাসের গতিবেগ কিছুটা কমে আসে। ফলে কোনো কোনো এলাকায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। তবে প্যালিসেডসের আগুন নতুন দিকে মোড় নেওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগুন এখন ব্রিটেন উডস এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে মোড় নিয়েছে। ফলে নতুন করে বাসিন্দাদের সরে যাওয়ার আরও একটি আদেশ দেওয়া হয়েছে।
লস অ্যাঞ্জেলেস এবং আশপাশের অঞ্চলে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে জনবহুল সান ফার্নান্দো উপত্যকার দিকে নতুন করে আগুন ছড়িয়ে পড়াকে ভয়াবহ হুমকি হিসেবে দেখা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে কানাডা এবং মেক্সিকো থেকে দমকল এবং আগুন নিয়ন্ত্রণের নানা সরঞ্জাম আনা হচ্ছে।
রয়টার্স আরও জানিয়েছে, কয়েকটি জায়গায় আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো অন্তত ছয়টি জায়গায় আগুন জ্বলছে। তার মধ্যে রয়েছে পালিসেডস, ইটন, কেনেথ, লিডিয়া, হার্স্ট এবং আর্চার। পালিসেডে আরও ১০০০ একরে নতুন করে দাবানলের আগুন ছড়িয়েছে। সেখানে ২২ হাজার একরেরও বেশি এলাকা পুড়ে গেছে। এখানে অন্তত পাঁচ হাজার বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে গেছে।
পালিসেড প্রশাসন জানিয়েছে, ১১ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তীব্র বাতাস অব্যাহত থাকায় নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ছে। স্থানীয় সূত্র বলছে, দেড় লাখেরও বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এবং ৫৭ হাজারের বেশি বাড়িঘর আগুনের ঝুঁকির মধ্যে রয়েছে।
গত পাঁচ দিনের অগ্নিকাণ্ডে লস অ্যাঞ্জেলেসের বাতাস ভারী হয়ে উঠেছে। দূষণ মাত্রা ছাড়িয়েছে। খারাপ বাতাসের জন্য স্কুল-কলেজগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। বাসিন্দাদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। আমেরিকার জাতীয় আবহাওয়া অধিদপ্তর আগামী সপ্তাহের জন্যও লস অ্যাঞ্জেলেস ও সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের সতর্কতা জারি করেছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন এই এলাকায় আর্দ্রতা কম থাকবে। শুষ্ক ও উষ্ণ হাওয়া চলমান থাকবে। বাতাসের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার। এমন আবহাওয়ার সম্ভাবনায় নতুন দাবানলের জন্য প্রস্তুতি রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।