বঙ্গ-নিউজ: রেলস্টেশন, স্কুল, মসজিদ, হাসপাতালের পর এবার নির্বাচন কমিশন কার্যালয়ের ডিজিটাল ডিসপ্লেতে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার পর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ভুল ইংরেজি বানানসহ ‘Bangladesh Awami League’ লেখাটি ভেসে ওঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, লেখাটি ভেসে উঠার পর বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। অনেকেই ডিজিটাল ডিসপ্লে দেখতে ভিড় জমায়। পরে কমিশন অফিসের নৈশপ্রহরী আলমগীর হোসেন ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেন। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীসহ স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নৈশপ্রহরী আলমগীর হোসেন বলেন, ‘শনিবার সন্ধ্যার পর হঠাৎ করে ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘Bangladesh Awami League’ লেখা ভেসে উঠলে লোকজন হইচই শুরু করে। আমি দ্রুত ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দিই এবং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন কর্মকর্তাকে জানাই।’
আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মাসুম বিল্লাহর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। ডিসপ্লে বোর্ডটি তখন বন্ধ ছিল। তবে ওই সময়কার তোলা ছবি দেখেছি। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হচ্ছে।’
উল্লেখ্য, এর আগেও খুলনা, নোয়াখালী, ফেনী ও ঢাকার মসজিদ, হাসপাতাল, রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন বার্তা প্রদর্শিত হয়।