বঙ্গ-নিউজ: ট্রেসি অ্যান জ্যাকবসন শনিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসে অস্থায়ী রাষ্ট্রদূত (চার্জ দ্যা অ্যাফেয়ার্স) হিসেবে যোগদান করেছেন। তিনি একজন সিনিয়র ফরেন সার্ভিস কর্মকর্তা এবং এর আগে তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং কসোভোতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, “কূটনীতিতে বিস্তৃত অভিজ্ঞতাসম্পন্ন রাষ্ট্রদূত জ্যাকবসন তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং কসোভোতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। শক্তিশালী আন্তর্জাতিক সম্পর্ক বিকাশে তার প্রতিশ্রুতি রয়েছে। তিনি নিষ্ঠা ও দূরদর্শিতার সাথে ঢাকা মিশন পরিচালনা করার অপেক্ষায় আছেন।”
দূতাবাস জানিয়েছে, তারা নতুন অস্থায়ী রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আনন্দিত।
জ্যাকবসনের চার্জ দ্যা অ্যাফেয়ার্স হিসেবে যোগদানের পর মেগান বোল্ডিন ঢাকার মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পুনরায় গ্রহণ করেছেন।
সম্প্রতি জ্যাকবসন নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স ব্যুরোতে সিনিয়র অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় মার্কিন দূতাবাসে চার্জ দ্যা অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিদেশে সিনিয়র নেতৃত্বের ভূমিকা ছাড়াও, জ্যাকবসন স্কুল অব প্রফেশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজের ডিন এবং পরে ন্যাশনাল ফরেন অ্যাফেয়ার্স ট্রেনিং সেন্টারের ডেপুটি ডিরেক্টর হিসেবে ফরেন সার্ভিসের ভবিষ্যৎ গড়ে তোলার কাজে সহায়তা করেছেন।
জ্যাকবসন ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি এক্সিকিউটিভ সেক্রেটারি এবং সিনিয়র ডিরেক্টর ফর অ্যাডমিনিস্ট্রেশন এবং লাটভিয়ার রিগায় মার্কিন দূতাবাসে ডেপুটি অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জ্যাকবসন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
তিনি মার্কিন পররাষ্ট্র দফতরের সেক্রেটারির ডিস্টিংগুইশড সার্ভিস অ্যাওয়ার্ড, দুটি প্রেসিডেন্সিয়াল র্যাঙ্ক অ্যাওয়ার্ড এবং কসোভোর ‘ইব্রাহিম রুগোভা’ শান্তি, গণতন্ত্র ও মানবতার পদকসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।