সচিবালয়ের সামনে পুলিশ-শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়ায় ৩ সদস্যের কমিটি

Home Page » জাতীয় » সচিবালয়ের সামনে পুলিশ-শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়ায় ৩ সদস্যের কমিটি
বুধবার ● ৮ জানুয়ারী ২০২৫


 ফাইল ছবি

বঙ্গনিউজ : সচিবালয়ের সামনে গতকাল মঙ্গলবার (০৭ জানুয়ারি) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (০৮ জানুয়ারি) ডিএমপির মিডিয়া উইংয়ের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল বিকেলে রাজধানীতে সচিবালয় গেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গতকাল দুপুর ২টার দিকে প্রাইম এশিয়ার শতাধিক শিক্ষার্থী দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। সেখানে তারা কিছু সময় অবস্থান করে শিক্ষা ভবনের রাস্তা হয়ে সচিবালয়ের সামনে গিয়ে দাবি-দাওয়া নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে চান। ওই সময় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। পরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

সচিবালয়ের সামনে পুলিশ-শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়ায় ৩ সদস্যের কমিটি
সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে ৩টার দিকে পুলিশ অ্যাকশনে যায়। তখন একদল শিক্ষার্থী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশও লাঠিপেটা করে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। ওই সময়ে তিনটি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের কয়েকজন বলেন, বিকেল ৪টার দিকে চার সদস্যের ছাত্র প্রতিনিধি শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করে দাবি জানাতে ভেতরে যান। তখন শতাধিক শিক্ষার্থী সচিবালয়ের সামনে অবস্থান নেন। পুলিশ তাদের শান্তিপূর্ণ অবস্থানে বাধা দেয় ও লাঠিপেটা করে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, কিছু দাবি-দাওয়া নিয়ে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। তাদের চার প্রতিনিধি শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ের ভেতরে গেলেও উপদেষ্টা না থাকায় দেখা হয়নি। ওই ঘটনার জেরে শিক্ষার্থীরা সবাই সচিবালয়ে প্রবেশ করতে চান। তারা গেট ভাঙার চেষ্টা করেন, ইটপাটকেল ছোড়েন। আহত হয়েছেন সচিবালয়ের নিরাপত্তা বিভাগের ডিসি ও পুলিশের কয়েক সদস্য।

তিনি আরও বলেন, নিরাপত্তার স্বার্থেই শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানান, বিকেল ৪টার দিকে সচিবালয় এলাকা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়। এর আগে তারা সচিবালয়ে প্রবেশ করে ভাঙচুরের চেষ্টা করেছিলেন।

এদিকে শিক্ষার্থীরা জানান, স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে তারা আন্দোলন করছেন। তারা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। সেখান থেকে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা।

বাংলাদেশ সময়: ১৩:২৩:৫৬ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ