একদিনে ৩০টি হামলা, শিশুসহ কমপক্ষে ৭০ ফিলিস্তিনি নিহত

Home Page » জাতীয় » একদিনে ৩০টি হামলা, শিশুসহ কমপক্ষে ৭০ ফিলিস্তিনি নিহত
রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫


গাজার হাসপাতালে আঘাত করা ইসরায়েলী মিসাইলের অংশ

বঙ্গ-নিউজ: ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে শনিবার একদিনে ৩০টি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ কমপক্ষে ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন শতাধিক। চিকিৎসক ও উদ্ধারকর্মীরা বলছেন, হতাহতদের মধ্যে অনেক শিশু রয়েছে। খবর আল জাজিরা ও রয়টার্সের।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজা উপত্যকায় শনিবার ইসরায়েলি বাহিনী যতগুলো বিমান হামলা চালিয়েছে, তার মধ্যে গাজা সিটিতে এক হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১৭জন।

সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, গাজা শহরের আল-ঘৌল পরিবারের বসতবাড়িতে ইসরায়েলের হামলায় পরিবারটির অন্তত ১১ জন সদস্য নিহত হয়েছে। তাদের মধ্যে সাতজনই শিশু।

গাজা সিটিতে দ্বিতীয় ইসরায়েলি হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। উদ্ধারকারীরা বলছেন, ধ্বংসস্তূপের নিচে অন্তত ১০ জন চাপা পড়ে রয়েছেন।

উত্তর জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

ইসরায়েলি বাহিনী দক্ষিণ খান ইউনিসে একটি চলন্ত গাড়িতে বোমা হামলা চালালে মানবিক সহায়তাকাজে নিয়োজিত ছয় ফিলিস্তিনি নিরাপত্তারক্ষী নিহত হয়েছে।

গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলায় ৪৫ হাজার ৬৫৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৮ হাজার ৫৮৩ জন আহত হয়েছে।

গাজাজুড়ে বাড়িঘরের ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে রয়েছে আরও অন্তত ১০ হাজার, যাদের নিখোঁজ হিসেবে ধরা হচ্ছে।

গাজায় ইসরায়েলি হামলায় অনবরত নিহতের ব্যাপক সমালোচনা উপেক্ষা করে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের জন্য ফের ৮০০ কোটি ডলারের অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৫:১৯ ● ৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ