৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের

Home Page » জাতীয় » ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫


 ফাইল ছবি

বঙ্গনিউজ : জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিমানের প্রধান কার্যালয় বলাকায় মহান মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

ওই সময় বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চেীধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান, বিমানের পরিচালক ও বিমানকেন্দ্রিক বিভিন্ন ইউনিয়ন-অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

বিমানের জনসংযোগ বিভাগ জানায়, ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলাকায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত বাজানো হয়। পাশাপাশি বলাকায় আলোকসজ্জা করা হয় এবং বলাকা লবিতে একটি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
রাঙামাটিতে ইউপিডিএফের দুটি ক্যাম্পের সন্ধান
এছাড়াও ৪ জানুয়ারি বিমানের প্রতিটি ফ্লাইটে প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষণা প্রচার করা হয় এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইটের যাত্রীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১২:২৬:৪৪ ● ৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ