বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা কমিটির ৮ সদস্যের পদত্যাগ

Home Page » প্রথমপাতা » বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা কমিটির ৮ সদস্যের পদত্যাগ
রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫


 ফাইল ছবি

বঙ্গনিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি অনুমোদের দুই দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন আট সদস্য।

শনিবার (৪ জানুয়ারি) শহরের খুলনা রোড মোড়ে আসিফ চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের এই ঘোষণা দেন তারা।

পদত্যাগকারীরা হলেন- যুগ্ম আহ্বায়ক মো. ইখতিয়ার উদ্দিন ও সায়েম রহমান সিয়াম, সদস্য এএইচ রিফাত, নাহিদ হোসেন, জালাল, মুশফিকুর রহমান, সাকিব হাসান ও মেহেদী হাসান।

তারা অভিযোগ করে বলেন, ছাত্র-জনতার জুলাই বিপ্লবে যারা প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের বাদ দিয়ে স্বজনপ্রীতির মাধ্যমে কমিটি করা হয়েছে। এ ছাড়া আন্দোলনে যাদের কোনো ভূমিকা ছিল না তাদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা কমিটির ৮ সদস্যের পদত্যাগ
মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি প্রত্যাখ্যান
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বখতিয়ার হোসেন। তিনি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে সাতক্ষীরা জেলার সদ্য ঘোষিত কমিটি বাতিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের নিয়ে নিরপেক্ষ কমিটি গঠনের দাবি জানান।

এই কমিটিকে প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার প্রধান সমন্বয়ক মো. ইমরান হোসেন বলেন, সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি ঘোষণা করা হয়েছে তাতে যোগ্য ব্যক্তিদের অবমূল্যায়ন করা হয়েছে।

নতুন করে সবার সঙ্গে আলোচনা করে সংযোজন-বিয়োজন করে কমিটির সংস্কার করার দাবি এবং কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনারা ঢাকায় বসে কমিটি করেছেন। আপনাদের উচিত, সাতক্ষীরায় যারা নেতৃত্ব পর্যায়ে ছিল তারাসহ সবার সঙ্গে সমন্বয় করে একটি বৈষম্যহীন কমিটি করা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মুশফিকুর রহমান বলেন, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার যে কমিটি ঘোষণা করা হয়েছে এই কমিটিতে ত্যাগী এবং যোগ্য অনেককে রাখা হয়নি বরং বৈষম্যবিরোধী কমিটিতে বৈষম্য করা হয়েছে। সাতক্ষীরায় যারা এই আন্দোলনের সূত্রপাত করেছিল তাদের বাদ রেখে এই কমিটি দেওয়া হয়েছে।

এ সময় আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এএইচ রিফাত, সায়েম রহমান সিয়াম, মাসকুরা পারভীন মৌ প্রমুখ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইখতিয়ার উদ্দিন, মোল্লা মোহাম্মদ সাহাজুদ্দিন, মো. তানজিদুর রহমান, সাকিব হাসান, রাকিব হাসান, মোমিনুর রহমান, তুহিন হোসেন রিয়াদ, মিজান রহমান, আনারুল ইসলাম সান, সামিউজ্জামান শ্রাবণ, মোস্তাফিজুর রহমান, ইব্রাহিম খলিল, মেহেদী হাসান, তারিক ইসলাম প্রমুখ।

কমিটি ঘোষণার পরপরই বিভক্ত হয়ে পড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। ২ জানুয়ারি রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত পত্রে সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আরাফাত হোসাইনকে আহ্বায়ক ও সুহাইল মাহদীনকে সদস্যসচিব করা হয়।

বাংলাদেশ সময়: ১১:৪৭:৫৩ ● ৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ