বঙ্গ-নিউজ: আগামীকাল ১ জানুয়ারি নতুন বছরের প্রথমদিন থেকেই শুরু হচ্ছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৫। রাজধানীর অদূরে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সকাল দশটায় মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মাসব্যাপী এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা সকাল ১০.০০ টা থেকে রাত ৯.০০ টা পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটির দিনে চলবে রাত ১০:০০ টা পর্যন্ত।
আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বাংলাদেশের বিভিন্ন কোম্পানির বাইরে সাতটি দেশের ১১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। দেশগুলো হচ্ছে ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও হংকং।
বাণিজ্য মেলা উপলক্ষে আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে মেলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার বাণিজ্য মেলায় প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল/প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথমবারের মতো মেলায় ব্যবস্থা করা হয়েছে ই-টিকেটিংয়ের। মেলায় ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিসের পাশাপাশি বিশেষ ছাড়ে উবার সার্ভিস যুক্ত হচ্ছে।
মেলা প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর। দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ করতে রাখা হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন। শিশুদের নির্মল চিত্তবিনোদনের জন্য মেলায় থাকছে শিশু পার্ক।
এবার নিয়ে চতুর্থবারের মতো বাণিজ্যমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। মেলার লে-আউট প্ল্যান অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির ৩৬১টি প্যাভিলিয়ন/স্টল/রেস্টুরেন্ট দেশীয় উৎপাদক-রপ্তানিকারক প্রতিষ্ঠানসহ সাধারণ ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বিদেশি প্রতিষ্ঠানের অনুকূলে শতভাগ স্বচ্ছতায় বরাদ্দ দেওয়া হয়েছে।
মেলায় বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে দেশীয় বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহসামগ্রী, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, কসমেটিক্স অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, চামড়া/আর্টিফিসিয়াল চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারিওয়্যার, মেলামাইন পলিমার, হারবাল, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, ইমিটেশন জুয়েলারি, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর ইত্যাদি পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রয় হবে।