দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তের কারণে ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জনই নিহত

Home Page » প্রথমপাতা » দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তের কারণে ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জনই নিহত
রবিবার ● ২৯ ডিসেম্বর ২০২৪


 ফাইল ছবি

বঙ্গনিউজ : দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় দুজন বাদে বিমানের সকল আরোহী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার সকালে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় বিমানটি। এরপরই ভয়াবহ আগুন ধরে যায় সেটিতে। দ্রুত আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

১৭৫ যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে থাইল্যান্ড থেকে ফিরছিলো জেজু এয়ারের বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজটি। বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও উদ্ধারকাজ চলছে; ১৮১ জনের মধ্যে দু’জনকে জীবিত বের করা হয়েছে।

পাখির সাথে সংঘর্ষের জেরে ল্যান্ডিং গিয়ারে গোলোযোগ তৈরি হয়ে এ দুর্ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক সর্বাত্মক উদ্ধার প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন। তার চিফ অব স্টাফও এই ঘটনা নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন। পাখির সঙ্গে সংঘর্ষের জেরে ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, (২৯ ডিসেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। রোববার জেজু এয়ারের পরিচালিত একটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। উড়োজাহাজটি ১৭৫ যাত্রী ও ছয়জন ফ্লাইট অ্যাটেনডেন্ট নিয়ে থাইল্যান্ড থেকে এসেছিল।

স্থানীয় ফায়ার ডিপার্টমেন্টের রেসপন্স টিমের অফিসার লি হাইওন-জি এএফপিকে বলেন, “এখন পর্যন্ত দুর্ঘটনায় ৮৫ জনের মৃত্যু হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। এখন পর্যন্ত ২ জনকে জীবিত উদ্ধার কয়ার হয়েছে। উদ্ধার অভিযানে কাজ করছে কর্মীরা।”

বাংলাদেশ সময়: ১৯:৪৪:৩০ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ