১৫ বছর পর পারভেজ মল্লিক মা-বাবার কবরের পাশে আসতে পারলেন

Home Page » সংবাদ শিরোনাম » ১৫ বছর পর পারভেজ মল্লিক মা-বাবার কবরের পাশে আসতে পারলেন
বৃহস্পতিবার ● ২৬ ডিসেম্বর ২০২৪


 মা-বাবার কবরের পাশে পারভেজ মল্লিক

বঙ্গনিউজ : প্রায় ১৫ বছর  পর দেশে ফিরে মা-বাবার কবরের পাশে ছুটে গেছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাবেক ছাত্রনেতা পারভেজ মল্লিক।গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে খুলনার তেরখাদায় নিজ বাড়িতে পা রাখেন তিনি। এ সময় হাজারো দলীয় নেতাকর্মী ও গ্রামবাসীকে নিয়ে মা-বাবার কবর জিয়ারত করেন বিএনপির এই নেতা।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু মা-বাবা-নানি-দাদাসহ নিকট আত্মীয়ের বেশির ভাগকেই গত প্রায় ১৫ বছরে হারিয়েছেন পারভেজ মল্লিক। প্রতিটি মৃত্যুর খবরে দেশে না আসতে পারার কষ্ট তাকে প্রতিনিয়ত তাড়া করেছে। তাই বাড়িতে গিয়েই ছুটে যান মা-বাবার কবরের কাছে।

উল্লেখ্য, পারভেজ মল্লিকের বাবা সাবেক নৌ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মারা যান ২০২১ সালের ১৭ এপ্রিল। আর মা নুরজাহান বেগমের মৃত্যু হয় চলতি বছরের ৩ ফেব্রুয়ারি।

এদিকে দীর্ঘ বছর পর তাকে কাছে পেয়ে আপ্লুত এলাকাবাসীও। নিজ বাড়িতে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির এই নেতা।

জানা গেছে, পারভেজ মল্লিক রাজনৈতিক প্রতিহিংসা, মামলা ও বিগত আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার হয়ে ২০১০ সালের ২৩ জুন দেশ ছেড়ে লন্ডনে পাড়ি জমান। প্রবাসে থেকেও বিগত বছরগুলোতে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। হয়েছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক। প্রবাসে জনমত গঠন ছাড়াও বাংলাদেশে আওয়ামী অপশাসনের বিরুদ্ধে আন্দোলনে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে এবং তার নিজ এলাকা খুলনায় আলোচনায় ছিলেন তিনি।

তবে পারভেজ মল্লিকের বেশি নাম শোনা যায় করোনা মহামারির সময়। নিজের এলাকা ও খুলনায় আর্থিক সাহায্য ও সুরক্ষা সামগ্রী নিয়ে প্রায় আলোচনায় আসতেন তিনি।

এ সময় ডক্টর এসোসিয়েশন অফ বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ডা. মনোয়ারুল কাদির বিটু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সম্পাদক রাব্বি হাসান, সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বিপ্লব, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য রবিউল ইসলাম রবি, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সৈকত, সাবেক সদস্য আব্দুল্লাহ আল মামুন রাহাত, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরান হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, সাবেক সদস্য তানজীনুল হাসান, বিএনপির নেতা খান মোস্তাক আহমেদ, রবিউল ইসলাম লাখু, লালিম শেখ, মান্নু শেখ, গোলজার আলম, সাবেক ছাত্রনেতা শরিফুল ইসলাম, তফছির শেখ, এনামুল শেখ, এমদাদুল ইসলাম টনি, বাহার মোল্যা, জিয়ার কাজী, পারভেজ মোল্যা, নজরুল মোল্যা, সোহেল তাজ, বাবু চৌধুরী, ফারুক মেম্বর সহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা, স্থানীয় বিএনপির নেতাকর্মী, আত্মীয় স্বজন ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩:৫১:৫০ ● ৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ